- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৭, ২০২৪
টানা দ্বিতীয় জয় চেন্নাইয়ের।আজ মুখোমুখি মুম্বই, হায়দরাবাদ
চাপ নিয়ে মাঠে নামছেন হার্দিক, দু-দুটি মাইলস্টোনের সামনে রোহিত
পরিসংখ্যানের বিচারে এগিয়ে থাকলেও চিপকের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কখনও ম্যাচ জেতেনি গুজরাট টাইটান্স। এবারও পরিসংখ্যান বদলাতে পারল না। মঙ্গলবার চিপকে গুজরাট টাইটান্সকে ৬৩ রানে উড়িয়ে চলতি আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। দুরন্ত ব্যাটিং করে ম্যাচের সেরা শিবম দুবে। যদিও চেন্নাইয়ের জয়ের ভিত গড়ে দিয়ে গিয়েছিলেন দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র।
টস দিতে চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। দারুন শুরু করেন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র। আক্রমণাত্মক ব্যাটিং করে ওপেনিং জুটিতে ৫ ওভারেই তুলে ফেলেন ৬২। রাচিন রবীন্দ্রকে তুলে নিয়ে চেন্নাইকে প্রথম ধাক্কা দেন রশিদ খান। ২০ বলে ৪৬ রান করে আউট হন রাচিন রবীন্দ্র। তিন নম্বরে নামা অজিঙ্ক রাহানে ১২ বলে ১২ রান করে আউট হন। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ৩৬ বলে করেন ৪৬।
ক্রিজে নেমেই ঝড় তোলেন শিবম দুবে। দুটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ২৩ বলে ৫১ রান করে তিনি আউট হন। ২০ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল। ৬ বলে ১৪ রান করেন সমীর রিজভি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৬ রান তোলে চেন্নাই। ৪৯ রানে ২ উইকেট নেন রশিদ খান।
ব্যাড করতে নেমে ভাল শুরু করেছিল গুজরাট। ২.৪ ওভারে ওভারে ২৮ তুলে ফেলে। অধিনায়ক শুভমান গিলকে (৮) তুলে নিয়ে গুজরাটকে প্রথম ধাক্কা দেন দীপক চাহার। এরপর ফেরান ঋদ্ধিমান সাহাকে (১৭ বলে২১)। তিন নম্বরে নামা বিজয় শংকর দলকে ভরসা দিতে পারেননি। ১২ বলে ১২ রান করে তিনি ড্যারিল মিচেলের বলে আউট হন। গুজরাটের মিডল অর্ডার কিছুটা লড়াই করেন ডেভিড মিলার ও সাই সুদর্শন। মিলার (১৬ বলে ২১) আউট হতেই ভেঙে পড়ে গুজরাটের ব্যাটিং লাইন। ২০ ওভারে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৩ রান তুলতে সমর্থ হয়। ৩১ বলে ৩৭ রান করেন সাই সুদর্শন। চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন দীপক চাহার, মুস্তাফিজুর রহমান ও তুষার দেশপান্ডে।
আজ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে সানরাইজার্স হায়দারাবাদ। নিজেদের প্রথম ম্যাচে হেরে দুই দলই চাপে রয়েছে। দুই দলই আজ প্রথম জয়ের খোঁজে নামছে। মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার কাছে মাইলস্টোনের ম্যাচ। প্রথম ক্রিকেটার হিসেবে মুম্বই ইন্ডিয়ানসের জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে নামছেন তিনি।
নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে বিতর্ক রয়েছে। এমনিতেই পুরনো দল গুজরাট টাইটান্সের কাছে প্রথম ম্যাচ হেরে চাপে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর নেতৃত্ব নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। রোহিত শর্মাকে বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করতে পাঠানোই এবং বুমরার হাতে নতুন বল না দিয়ে নিজে বল করতে আসা নিয়েও বিতর্কে জড়িয়েছেন হার্দিক। জাতীয় দলের সতীর্থ মহম্মদ সামিও হার্দিক পান্ডিয়াকে কটাক্ষ করেছেন। এই অবস্থায় আজ সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে বাড়তি চাপ নিয়ে মাঠে নামছেন হার্দিক পান্ডিয়া।
পুরো ফিট না হওয়াই সূর্যকুমার যাদবকে প্রথম ম্যাচে খেলার অনুমতি দেয়নি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও তিনি খেলতে পারছেন না। ফলে ব্যাটিং নিয়ে কিছুটা সমস্যায় থাকতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে।
❤ Support Us