- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৯, ২০২৪
জাদেজার ঘূর্ণিতে চেন্নাইয়ে এসে থেমে গেল নাইট রাইডার্সের বিজয়রথ

আইপিএলের শুরু থেকেই অপ্রতিরোধ্য মনে হচ্ছিল কলকাতা নাইট রাইডার্সকে। টানা তিন ম্যাচে জয়। দুর্দান্ত ছন্দে ছিল নাইটদের ব্যাটিং। চেন্নাই সুপার কিংসের কাছে এসে মুখ থুবড়ে পড়ল শ্রেয়স আয়ারের দল। ঘরের মাঠে নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে লিগ টেবিলে ৪ নম্বরে চেন্নাই সুপার কিংস। টানা ৩ ম্যাচ জয়ের পর এই প্রথম হারের মুখ দেখতে হল নাইট রাইডার্সকে। রবীন্দ্র জাদেজার ঘূর্ণির সামনে বেসামাল নাইটদের সাধের ব্যাটিং লাইন।
টস জিতে চেন্নাইয়ের মন্থর উইকেটে নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠান চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম বলেই ফিল সল্টকে (০) হারালেও সুনীল নারাইন (২০ বলে ২৭) ও অঙ্গকৃষ রঘুবংশী (১৮ বলে ২৪) জুটি ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান। রবীন্দ্র জাদেজা আক্রমণে এসে সপ্তম ওভারে রঘুবংশী ও নারাইনকে তুলে নেন। এক ওভার পরে ফেরান ভেঙ্কটেশ আয়ারকে (৩)।
ভেঙ্কটেশ আউট হওয়ার পরপরই ভেঙে পড়ে নাইটদের মিডল অর্ডার। রমনদীপ (১২ বলে ১৩), রিঙ্কু সিং (১৪ বলে ৯), আন্দ্রে রাসেলরা (১০ বলে ১০) ব্যর্থ। অধিনায়ক শ্রেয়স আয়ার কিছুটা লড়াই করেন। ৩২ বলে তিনি করেন ৩৪। ২০ ওভারে ৩ উইকেটে ১৩৭ রান তোলে নাইট রাইডার্স। দুরন্ত বোলিং করে ১৮ রানে ৩ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। ৩৩ রানে ৩ উইকেট তু্যার দেশপাণ্ডের। ২২ রানে ২ উইকেট মুস্তাফিজুর রহমানের।
জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে–র প্রথম ৬ ওভারের মধ্যে রাচিন রবীন্দ্রর ( ৮ বলে ১৫) উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। চেন্নাইকে টেনে নিয়ে যান ড্যারিল মিচেল ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। দলের ৯৭ রানের মাথায় সাজঘরে ফেরেন ড্যারিল মিচেল (১৯ বলে ২৫)। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শিবম দুবেকে নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান ঋতুরাজ। ১৩৫ রানের মাথায় আউট হন শিবম দুবে (১৮ বলে ২৮)। ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪১ তুলে ম্যাচ জিতে নেয় চেন্নাই। ৯টি চারের সাহায্যে ৫৮ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ। বৈভব আরোরা ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি ও সুনীল নারাইন ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১ উইকেট।
❤ Support Us