- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৩, ২০২৪
মুস্তাফিজুর রহমানের দুরন্ত বোলিংয়েই উদ্বোধনী ম্যাচে কোহলিদের টেক্কা চেন্নাইয়ের
দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন বিরাট কোহলি। বিশ্বকাপের পর প্রথম মাঠে নামা। সকলেই তাকিয়ে ছিলেন কোহলির দিকে। সতর্কভাবে শুরু করেও ব্যর্থ। কোহলির ব্যর্থতাই প্রকট হয়ে উঠল। চিপকের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরিসংখ্যান বদলাতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। আইপিএলের উদ্বোধনী ম্যাচে হার ৬ উইকেটে। দুরন্ত বোলিং করে বিরাট কোহলিদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমান।
আইপিএল শুরুর আগের দিনই চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের অধীনে চেন্নাই কেমন খেলে সেটাই ছিল দেখার। ঋতুরাজকে অবশ্য গোটা ম্যাচেই গাইড করে গেলেন ধোনি। তবে ৪২ বছর বয়সেও উইকেটের পেছনে যেভাবে মুন্সিয়ানা দেখালেন ধোনি, তরুণ উইকেটকিপাররাও লজ্জায় পড়ে যাবেন।
চিপকের বাইশগজ পরের দিকে মন্থর হয়ে যেতে পারে, একথা মাথায় রেখে টস জিত প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক ফাফ ডুপ্লেসি। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা কোহলি ছন্দে ছিলেন না। শুরু থেকেই সতর্কভাবে ব্যাটিং করছিলেন। অন্যপ্রান্তে ঝড় তুলেছিলেন ডুপ্লেসি। পঞ্চম ওভারে মুস্তাফিজুর রহমান এসে ডুপ্লেসিকে (২৩ বলে ৩৫) তুলে নিয়ে চেন্নাইকে প্রথম সাফল্য এনে দেন। একই ওভারে তুলে নেন রজত পতিদারকেও (০)।
পরের ওভারে ম্যাক্সওয়েলকে (০) ফেরান দীপক চাহার। দ্বাদশ ওভারে ১ বলের ব্যবধানে কোহলি (২০ বলে ২১) ও ক্যামেরন গ্রিনকে (২২ বলে ১৮) তুলে নিয়ে বেঙ্গালুরুকে চরম ধাক্কা দিয়েছিলেন মুস্তাফিজুর। শেষ দিকে ঝড় তুলে বেঙ্গালুরুকে ১৭৩/৬ রানে পৌংছে দেন অনুজ রাওয়াত (২৫ বলে ৪৮) ও দীনেশ কার্তিক (২৬ বলে অপরাজিত ৩৮)। দুরন্ত বোলিং করে ২৯ রানে ৪ উইকেট নেন মুস্তাফিজুর।
জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল চেন্নাই। চতুর্থ ওভারে অধিনায়ক ঋতুরাজ (১৫ বলে ১৫) ফিরে গেলেও আগ্রাসী ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যান রাচিন রবীন্দ্র (১৫ বলে ৩৭)। মিডল অর্ডারে কার্যকরী ইনিংস খেলেন অজিঙ্কা রাহানে (১৯ বলে ২৭) ও ড্যারিল মিচেল (১৮ বলে ২২)। রাহানে ও মিচেল, দুজনকেই ফেরান ক্যামেরন গ্রিন। এরপর মাথা ঠান্ডা রেখে চেন্নাইকে জয় এনে দেন শিবম দুবে (২৮ বলে অপরাজিত ৩৪) ও রবীন্দ্র জাদেজা (১৭ বলে অপরাজিত ২৫)। ১৮.৪ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।
❤ Support Us