Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২২, ২০২৪

আজ আইপিএলের আংশিক সূচি ঘোষণা, উদ্বোধনী ম্যাচেই নামছেন ধোনি

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ আইপিএলের আংশিক সূচি ঘোষণা, উদ্বোধনী ম্যাচেই নামছেন ধোনি

আর মাত্র একমাস পরেই শুরু আইপিএল। মোটামুটি এমনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূচিও তৈরি। কিন্তু লোকসভা নির্বাচনের দিন এখনও চূড়ান্ত না হওয়া আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে পারছে না। এই আবহে আজ আংশিক সূচি ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
২২ মার্চ থেকে আইপিএল শুরু করার পরিকল্পনা নিয়েছে বোর্ড। ২৬ মে ফাইনাল হবে। লোকসভা ভোটের কথা মাথায় রেখে আপাতত ২ সপ্তাহের সূচি ঘোষণা করা হবে। ভোটের দিনক্ষণ চূড়ান্ত হলে, তারপর বাকি সূচি ঘোষণা করবে বোর্ড। ভোটের জন্য এবছর ফ্র‌্যাঞ্চাইজিগুলি সব হোম ম্যাচ ঘরের মাঠে খেলার সুযোগ নাও পেতে পারে। ফ্র‌্যাঞ্চাইজিগুলিরে আগে থেকেই এমন সম্ভাবনার কথা জানিয়ে রাখা হয়েছে।
গতবছর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। তাই এবছর প্রথম ম্যাচে মাঠে নামবে ধোনির দল। এখন দেখার গতবছরের মতো গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামতে হয় কিনা চেন্নাইকে। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনেরও দায়িত্ব দেওয়া হয়েছে চেন্নাই সুপার কিংসকে।
প্রথম পর্যায়ে ২ সপ্তাহের সূচি ঘোষণা করা হবে। এরপর লোকসভা নির্বাচন ঘোষিত হওয়ার পর ভোটের দিন দেখে সূচি ঠিক করা হবে। যে রাজ্যে লোকসভা ভোট থাকবে, সেই সময় সেই রাজ্যের কোনও শহরে ম্যাচ দেওয়া হবে না। লোকসভা নির্বাচনের জন্য ২০০৯ সালে আইপিএল দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ২০১৪ সালে কিছু ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হয়েছিল। তবে ২০১৯ সালে লোকসভা ভোট সত্ত্বেও দেশেই আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। এবারও তেমন পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। ১০টি শহরে এবার আইপিএল হতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!