- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১১, ২০২৪
শুভমান–সুদর্শনের জোড়া সেঞ্চুরিতে প্লে–অপের লড়াইয়ে টিকে রইল গুজরাট

চেন্নাই সুপার কিংসের কাছে হারলেই প্লে–অফের সম্ভাবনা শেষ। ধোনিদের বিরুদ্ধে মাঠে নামার আগে গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল সতীর্থদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, প্রে–অফের সামান্যতম সুযোগ থাকলে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে দুর্দান্ত জয় এনে দিলেন। চেন্নাইকে ৩৫ রানে হারিয়ে প্লে–অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল গুজরাট। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১০ পয়েন্ট। লিগ টেবিলে রয়েচে আট নম্বরে। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেন্নাই।
টস জিতে গুজরাটকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল চেন্নাই। শুভমান গিলের সঙ্গে আগে ঋদ্ধিমান সাহা ওপেন করতেন। ওপেনিং জুটি পরিবর্তন করতেই বদলে গেল গুজরাট। এদিন সাই সুদর্শন ও শুভমান গিলের ওপেনিং জুটিতে ওঠে ২১০ রান। আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ। শুভমান–সুদর্শন জুটি স্পর্শ করল লখনউ সুপার জায়ান্টসের লোকেশ রাহুল–কুইন্টন ডিককের রেকর্ড। ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ওপেনিং জুটিচে ২১০ রান তুলেছিলেন লোকেশ রাহুল ও কুইন্টন ডিকক।
৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫১ বলে ১০৩ রান করেন সাই সুদর্শন। ১৮তম ওভারের দ্বিতীয় বলে তুষার দেশপান্ডের বলে তিনি আউট হন। একই ওভারের শেষ বলে শুভমান গিলকেও তুলে নেন তুষার। ৯টি চার ও ৬ ছক্কার সাহায্যে ৫৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেন শুভমান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ২৩১ রান তোলে গুজরাট। ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন জেভিড মিলার।
মাথার ওপর ২৩১ রানের চাপ, তার ওপর ৩ ওভারের মধ্যে রাচিন রবীন্দ্র (১), অজিঙ্কা রাহানে (১) ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে (০) হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় চেন্নাই। ১০ রানে ৩ উইকেট হারানোর পর ড্যারিল মিচেল (৩৪ বলে ৬৩) ও মইন আলি (৩৬ বলে ৫৬) লড়াই করেন। শিবম দুবে (১৩ বলে ২১), রবীন্দ্র জাদেজা (১০ বলে ১৮), মহেন্দ্র সিং ধোনিদের (১১ বলে ২৬) প্রয়াস দলকে জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৯৬/৮ রানে থেমে যায় চেন্নাই। মোহিত শর্মা ৩১ রানে ৩ উইকেট নেন।
❤ Support Us