- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৪, ২০২৪
নেতৃত্বের চাপ কি প্রভাব ফেলছে? আজ শুভমানের ব্যাটে বড় রানের দিকে তাকিয়ে গুজরাট

নেতৃত্বের চাপ কি প্রভাব ফেলছে শুভমান গিলের ব্যাটিংয়ে? মাসখানেক আগেও যার ব্যাটে রানের বন্যা ছিল, হঠাৎ করে খরা কেন? আইপিএলের তিন ম্যাচ যেতে না যেতেই প্রশ্নটা উঠতে শুরু করেছে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৩ ম্যাচে গুজরাট টাইটান্স অধিনায়কের সংগ্রহ ৭৫। আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগে গুজরাট টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে অধিনায়কের ফর্ম।
পরপর দুবছর আইপিএলের ফাইনাল খেলেছে গুজরাট টাইটান্স। একবার চ্যাম্পিয়ন। দলকে দুবারই ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শুভমান গিল। এবছর হার্দিক পান্ডিয়া দল ছেড়ে মুম্বইয়ে যোগ দেওয়ায় শুভমানের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে গুজরাট টিম ম্যানেজমেন্ট। নতুন মরশুমে দলকে নেতৃত্ব দিতে গিয়েই রানের খরা শুভমানের ব্যাটে। অথচ তিনিই দলের ব্যাটিংয়ে অন্যতম ভরসা।
বড় রান না পেলেও দলের অধিনায়কের ব্যাটিংয়ে সন্তুষ্ট কোচ গ্যারি কার্স্টেন। তাঁর কথায়, “আমার মনে হয় না শুভমানের তিন ম্যাচে রান না পাওয়াটা চিন্তার বিষয়। ভাল শুরু করেও বড় রান আসছে না। শুভমান নিজেও জানে ওকে কী করতে হবে। আশা করছি দ্রুতই বড় রান করবে।”
আজ ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তৃতীয় জয়ের লক্ষ্যে নামছে গুজরাট টাইটান্স। জয়ের জন্য শুভমান গিলের ব্যাটে বড় রানের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট। পাঞ্জাবের বিরুদ্ধে শুভমানের পরিসংখ্যান যথেষ্ট ভাল। ১০ ম্যাচে ৫ টি হাফ সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে, পাঞ্জাব কিংসও জয়ে ফেরার জন্য মরিয়া। প্রথম ম্যাচ জয়ের পর পরপর দুটি ম্যাচে হারতে হয়েছে শিখর ধাওয়ানের দলকে।
❤ Support Us