Advertisement
  • Uncategorized মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৫, ২০২৪

‌লখনউ–র বিরুদ্ধে প্রথম জয় নাইট রাইডার্সের, রোহিতের সেঞ্চুরি সত্ত্বেও হার মুম্বইয়ের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌লখনউ–র বিরুদ্ধে প্রথম জয় নাইট রাইডার্সের, রোহিতের সেঞ্চুরি সত্ত্বেও হার মুম্বইয়ের

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আগে কখনও জেতেনি কলকাতা নাইট রাইডার্স। বাংলা নতুন বছরের প্রথম দিন পরিসংখ্যান বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিলেন শ্রেয়স আয়াররা। অবশেষে লক্ষ্যে সফল। ঘরের মাঠে নববর্ষের সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকাননে ফুল ফুটিয়েছে নাইটরা। লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়েছে ৮ উইকেটে। চতুর্থ সাক্ষাতে লখনউর বিরুদ্ধে এই প্রথম জয় পেল নাইট রাইডার্স। অন্যদিকে, রোহিত শর্মার সেঞ্চুরি সত্ত্বেও চেন্নাই সুপার কিংসের কাছে ২০ রানে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে।

টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আয়ার। মিচেল স্টার্ক, সুনীল নারাইনদের সামনে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি লখনউ ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৬১। ৩২ বলে সর্বাধিক ৪৫ রান করেন নিকোলাস পুরান। অধিনায়ক লোকেশ রাহুল করেন ২৭ বলে ৩৯। আয়ুশ বাদোনি করেন ২৯। দীপক হুডা (‌৮)‌,আর্শাদ খানরা (‌৫)‌ রান পাননি। ক্রুনাল পাণ্ডিয়া ৭ রান করে অপরাজিত থাকেন। মিচেল স্টার্ক ২৮ রানে ৩ উইকেট নেন। বৈভব অরোরা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই সুনীল নারাইনের (‌৬)‌ উইকেট হারায় নাইট রাইডার্স। অঙ্গকৃশ রঘুবংশীও (‌৬ বলে ৭)‌ রান পাননি। এরপর নাইটদের জয়ের দিকে এগিয়ে নিয়ে যান ফিল সল্ট ও অধিনায়ক শ্রেয়স আয়ার। ২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সল্ট। ১৪টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি। রাজস্থান রয়্যালস ম্যাচের আগে সল্টের রান পাওয়াটা স্বস্তির খবর নাইটদের কাছে। শ্রেয়স আয়ার ৩৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। ১৫.৪ ওভারে ১৬২/‌২ তুলে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। মহসীন খান ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট।

অন্যম্যাচে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছে চেন্নাই। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ায়াড় ও শিবম দুবের দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ২০ ওভারে ২০৬.‌৪ তোলে চেন্নাই। ৪০ বলে ৬৯ রান করেন ঋতুরাজ। ৩৮ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন শিবম দুবে। শেষ ওভারে ঝড় তুলে ৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন ধোনি। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৮৬/‌৬ রানের বেশি তুলতে পারেনি মুম্বই। রোহিত শর্মা ছাড়া মুম্বইয়ের বাকি ব্যাটাররা ব্যর্থ। ৬৩ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন রোহিত। তিলক ভার্মা ২০ বলে করেন ৩১।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!