- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৪, ২০২৪
একযুগ পর মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে জয়, প্লে অফের দিকে আরও একধাপ এগোল নাইট রাইডার্স

১২ বছর আগে ওয়াংখেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষবার জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। একযুগ পর শাপমোচন। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সকে ২৪ রানে হারিয়ে ১২ বছর পর ওয়াংখেড়েতে জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। একই সঙ্গে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল শ্রেয়স আয়ারের দল।
টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেটে সাধারণত রানের বন্য দেখা যায়। কিন্তু শুক্রবার যে উইকেটে খেলা হয়েছে, তার চরিত্র সম্পূর্ণ আলাদা। মন্থর উইকেটে রান তোলা কঠিন ছিল। তার ওপর নাইট ব্যাটারদের কাজ আরও কঠিন করে দেন নুয়ান তুষারা, যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ারা। ৬.১ ওভারের মধ্যেই নাইটদের ৫ জন ব্যাটার ডাগ আউটে। পরপর ফিরে যান ফিল সল্ট (৫), অঙ্গকৃষ রঘুবংশী (১৩), শ্রেয়স আয়ার (৬), সুনীল নারাইন (৮), রিঙ্কু সিং (৯)।
এরপর দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন ভেঙ্কটেশ আয়ার ও মণীশ পাণ্ডে। দুজনের জুটিতে ওঠে ৮৩। এই জুটিই নাইট রাইডার্সকে ১৯.৫ ওভারে ১৬৯ রানে পৌঁছে দেয়। ৫২ বলে ৭০ রান করে বুমরার বলে আউট হন ভেঙ্কটেশ আয়ার। ৩১ বলে ৪২ করেন ইমপ্যাক্ট প্লেয়ার মণীশ পাণ্ডে। মুম্বইয়ের হয়ে দুরন্ত বোলিং করে ১৮ রানে ৩ উইকেট তুলে নেন যশপ্রীত বুমরা। ৪২ রানে ৩ উইকেট নেন নুয়ান তুষারা। ৪৪ রানে ২ উইকেট হার্দিক পান্ডিয়ার।
জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য ওয়াংখেড়ের এই বাইশ গজে যথেষ্ট কঠিন ছিল। তার ওপর সুনীল নারাইন, বরুম চক্রবর্তীদের আঁটোসাঁটো বোলিং কাজ আরও কঠিন করে দেয় মুম্বইয়ের। ইশান কিষাণকে (১৩) তুলে নিয়ে মু্ম্বইকে প্রথম ধাক্কা দিয়েছিলেন মিচেল স্টার্ক। মাঝের ওভারগুলিতে নারাইন,বরুণ, রাসেলদের দাপটে সেভাবে রান তুলতে মুম্বই ব্যাটাররা। রোহিত শর্মা (১১), নমন ধির(১১), তিলক ভার্মা (৪), নেহাল ওয়াধেরা (৬), হার্দিক পান্ডিয়াদের (১) ব্যর্থতা মুম্বইয়ের ওপর চাপ বাড়ায়। চাপ কাটিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সূর্যকুমার যাদব (৩৫ বলে ৫৬) ও টিম ডেভিড (২০ বলে ২৪)। সূর্যকে তুলে নিয়ে নাইটকে ম্যাচে ফেরান রাসেল। ডেথ ওভারে দুরন্ত বোলিং করে দলের জয় নিশ্চিত করেন মিচেল স্টার্ক (৪/৩৩)। ১৮.৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় মুম্বই।
❤ Support Us