Advertisement
  • Uncategorized মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৪, ২০২৪

বিপক্ষে নেই দুই সেরা জোরে বোলার, লখনউ–র বিরুদ্ধে স্বস্তি নিয়েই নামবে নাইট রাইডার্স

আরম্ভ ওয়েব ডেস্ক
বিপক্ষে নেই দুই সেরা জোরে বোলার, লখনউ–র বিরুদ্ধে স্বস্তি নিয়েই নামবে নাইট রাইডার্স

নববর্ষ বাঙালির কাছে একটা অন্যরকম আবেগ। আর সেই দিনই ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। লখনউ–র বিরুদ্ধে মাঠে নামার আগে নাইট রাইডার্সকে স্বস্তি বিপক্ষের দুই সেরা জোরে বোলার চোটের জন্য খেলতে পারবেন না।

ঘরের মাঠে এগিয়ে থেকেই মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। কারণ নাইটদের বিরুদ্ধে লখনউ পাচ্ছে না দলের দুই সেরা জোরে বোলার মায়াঙ্ক যাদব ও মহসিন খানকে। চলতি আইপিএলে গতি দিয়ে রীতিমতো নজর কেড়েছেন মায়াঙ্ক যাদব। তাবড় তাবড় ব্যাটাররা তাঁর গতি সামলাতে হিমসিম খাচ্ছে। মায়াঙ্কের পাশাপাশি চোটের জন্য নেই মহসিন খানও। লখনউ শিবির আরও চিন্তিত দেবদত্ত পাড়িক্কল, দীপক হুডাদের ফর্ম নিয়ে। দুই ব্যাটারি রানের মধ্যে নেই। আরশিন কুলকার্নি, যুধবীর সিং, প্রেরক মানকড়দের মধ্যে কাউকে নাইটদের বিরুদ্ধে প্রথম একাদশে দেখা যেতে পারে।

এদিকে, লখনউ–র বিরুদ্ধেও সহঅধিনায়ক নীতীশ রানাকে পাচ্ছে না নাইট রাইডার্স। তাঁর হাতের চোট পুরোপুরি সারেনি। নাইট শিবিরে স্বস্তি হর্ষিত রানার ফিট হয়ে ওঠা। শনিবার তিনি পুরোদমে অনুশীলন করেছেন। তাঁর প্রথম একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। এদিকে, বিপক্ষের সেরা দুই বোলারের না থাকাটাকে গুরুত্ব দিচ্ছেন না নাইট রাইডার্স মেন্টর গৌতম গম্ভীর। তিনি বলেন, ‘‌এতে স্বস্তির কিছু নেই। চ্যাম্পিয়ন সাইড হওয়ার লক্ষ্যে আমরা সব সময় চাইব প্রতিপক্ষ দলগুলি সেরা একাদশ নামাক। আমরা জবাব দেওয়ার জন্য তৈরি।’‌

চেন্নাই সুপার কিংসের কাছে শেষ ম্যাচে হারতে হয়েছে নাইটদের। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই। যদিও লখনউ–র বিরুদ্ধে পরিসংখ্যান খুবই খারাপ নাইটদের। এখনও জয় নেই। রবিবার ইডেনে পরিসংখ্যান বদলে দিতে মরিয়া নাইট শিবির। নাইটদের চিন্তায় রাখবে ওপেনার ফিল সল্ট ও জোরে বোলার মিচেল স্টার্কের ফর্ম। সল্টের ব্যর্থতা পুশিয়ে দিচ্ছেন সুনীল নারাইন। স্টার্কের ব্যর্থতা কি পুশিয়ে দিতে পারবেন হর্ষিত রানা?‌ এখন সেটাই দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!