Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৬, ২০২৩

লখনউ থেকে কুইন্টন ডিকককে কিনতে চায় কলকাতা নাইট রাইডার্স

আরম্ভ ওয়েব ডেস্ক
লখনউ থেকে কুইন্টন ডিকককে কিনতে চায় কলকাতা নাইট রাইডার্স

কুইন্টন ডিকককে নিয়ে লড়াই জমে উঠেছে। দক্ষিণ আফ্রিকার এই ওপেনার লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে চুক্তিবদ্ধ

 ২০২৪ সালের আইপিএলের জন্য রিটেনশনের সময় তাঁকে ধরে রেখেছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু এখন তাঁকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা লখনউ-র। আর তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এখন দেখার শেষ পর্যন্ত এই প্রোটিয়া ওপেনারকে কোন দল তুলে নিতে পারে।

ক্রিকেটার রিটেনশনের সময়সীমা পার হয়ে গেলেও ট্রান্সফার উইন্ডো এখনও খোলা রয়েছে। ১২ ডিসেম্বর পর্যন্ত ক্রিকেটের কেনাবেচা করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর কুইন্টন ডিকককে নিতে ঝাঁপিয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দারাবাদ। কলকাতা নাইট রাইডার্স অবশ্য কোনও ক্রিকেটারের সঙ্গে অদলবদল করে কুইন্টন ডিকককে নিতে চায় না। পুরোপুরি নগদ টাকাতেই ডিকককে নেওয়ার পরিকল্পনা রয়েছে নাইট রাইডার্স কর্তৃপক্ষর।

১৯ ডিসেম্বর ২০২৪ আইপিএলের জন্য নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের পরও অবশ্য ক্রিকেটার কেনাবেচা করা যাবে। ২০ ডিসেম্বর থেকে ট্রান্সফার উইন্ডো আবার খোলা হবে। সামনের বছর আইপিএল শুরু হওয়ার এক মাস আগে এই ট্রান্সফার উইন্ডো বন্ধ হবে। সানরাইজার্স হায়দরাবাদ অবশ্য ক্রিকেটার অদলবদলের মাধ্যমে কুইন্টন ডিকককে নিতে চায়। তারা নগদ টাকা খরচ করতে চায় না। কারণ নিলামের আগে হাতে টাকা রাখার পরিকল্পনা সানরাইজার্স হায়দরাবাদের। সানরাইজার্সের মায়াঙ্ক আগরওয়াল নাকি লখনউ সুপার জায়ান্টসে যাওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছেন। শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়ার কিংবা সুয়াশ শর্মাকে সানরাইজার্স হায়দরাবাদের কাছে বিক্রি করে দিতে চায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!