Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৩০, ২০২৪

‌দিল্লিকে ৭ উইকেটে উড়িয়ে প্লে–অফের দিকে আরও একধাপ এগোল নাইট রাইডার্স

আরম্ভ ওয়েব ডেস্ক
‌দিল্লিকে ৭ উইকেটে উড়িয়ে প্লে–অফের দিকে আরও একধাপ এগোল নাইট রাইডার্স

আইপিএলের রান উৎসবে সোমবার কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস যেন ব্যতিক্রম। দর্শকরা রানের বন্যা দেখার জন্য ইডেনে ভিড় জমিয়েছিলেন। কিন্তু হতাশ হয়ে ফিরতে হয়েছে। চলতি আইপিএলে তুলনামূলক লো–স্কোরিং ম্যাচে দিল্লিকে ৭ উইকেটে উড়িয়ে জয়ের সরণিতে ফিরল নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে দিল্লি ৯ উইকেটে তুলেছিল ১৫৩ রান। চলতি আইপিএলে ইডেনে সর্বনিম্ন স্কোর। জবাবে ২১ বল বাকি থাকতে ১৫৭/‌৩ রান তুলে ম্যাচ জিতে নেয় নাইট রাইডার্স।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। মিচেল স্টার্কের প্রথম ওভারে তিনটি বাউন্ডারি হাঁকালেও বৈভব আরোরার পরের ওভারে ফিরে যান পৃথ্বী শ (‌৭ বলে ১৩)‌। জ্যাক ফ্রেজার–ম্যাকগার্কও (‌১২)‌ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অভিষেক পোড়েল (‌১৮)‌, সাই হোপরা (‌৬) দ্রুত ফেরায় চাপে পড়ে যায় দিল্লি। অধিনায়ক ঋষভ পন্থ (‌২০ বলে ২৭)‌ মিডল অর্ডারে কিছুটা লড়াই করার চেষ্টা করেন।  ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে দিল্লি যখন ধুঁকছিল, কুলদীপ যাদব ২৬ বলে ৩৫ রান দলকে দেড়শ রান পার করে দেয়। দুরন্ত বোলিং করে ১৬ রানে ৩ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। ২টি করে উইকেট নেন হর্ষিত রানা ও বৈভব আরোরা।
অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই চাপে পড়তে হয়নি নাইট রাইডার্সকে। পাওয়ার প্লে–তে ৭৯ রান তুলে ফেলেন ফিল সল্ট ও সুনীল নারাইন। এর মধ্যে সল্টেরই একার ৬০। এরপর আউট হন নারাইন (‌১০ বলে ১৫)‌। ৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৬৮ রান করে আউট হন ফিল সল্ট।
ব্যাটিং অর্ডারে এগিয়ে নিয়ে ৩ নম্বরে নামানো হয়েছিল রিঙ্কু সিংকে। তিনি সুযোগ কাজে লাগাতে পারেননি। ১১ বলে মাত্র ১১ রান করে আউট হন। এরপ দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শ্রেয়স আয়ার (‌২৩ বলে অপরাজিত ৩৩)‌ ও ভেঙ্কটেশ আয়ার (‌২৩ বলে অপরাজিত ২৬)‌। দিল্লিকে হারিয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে–অফের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল নাইট রাইডার্স। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস ৬ নম্বরে। প্লে–অফে যেতে গেলে তাদের বাকি সব ম্যাচই জিততে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!