Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৩০, ২০২৪

কাজে এল না কোহলির দুরন্ত ইনিংস, নারাইন ঝড়ে উড়ে গেল বেঙ্গালুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
কাজে এল না কোহলির দুরন্ত ইনিংস, নারাইন ঝড়ে উড়ে গেল বেঙ্গালুরু

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আগের ম্যাচে ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলে দলের জয়ের ভিড় গড়ে দিয়েছিলেন। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও বিরাট কোহলির ব্যাট থেকে এল ৫৯ বলে অপরাজিত ৮৩ রান। তা সত্ত্বেও জয় এল না রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের। বিরাট কোহলিদের ৭ উইকেটে উড়িয়ে চলতি আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুকে বিধ্বস্ত করে দিল ওপেনার সুনীল নারাইনের ব্যাট।

চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠায় নাইট রাইডার্স। অধিনায়ক ডুপ্লেসিকে (৮) দ্বিতীয় ওভারেই তুলে নিয়ে বেঙ্গালুরুকে প্রথম ধাক্কা দেন হর্ষিত রানা। এরপর দলকে টেনে নিয়ে যান বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিন। ২১ বলে ৩৩ রান করে আন্দ্রে রাসেলের বলে আউট হন গ্রিন। ১৯ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল ।

এক প্রান্তে কোহলি দাপট নিয়ে খেলে গেলেও অন্য প্রান্তের ব্যাটাররা ধ্বংসাত্মক ইনিংস খেলতে পারেননি। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের বেশি তুলতে পারেনি বেঙ্গালুরু। রজত পতিদার (৩), অনুজ রাওয়াতরা (৩) ব্যর্থ। ৫৯ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন কোহলি। ৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। আন্দ্রে রাসেল ২৯ রানে ২ উইকেট তুলে নেন।

ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন নাইট রাইডার্সের দুই ওপেনার সুনীল নারাইন ও ফিল সল্ট। নিজের ৫০০তম টি২০ ম্যাচে ২২ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন নারাইন। ফিল সল্ট ২০ বলে করেন ৩০। তিন নম্বরে নামা ভেঙ্কটেশ আয়ার করেন ৩০ বলে ৫০। এরপর দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন অধিনায়ক শ্রেয়স আয়ার (২৪ নলে অপরাজিত ৩৯)। ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলে ম্যাচ জিতে নেয় নাইট রাইডার্স।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!