Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৪, ২০২৪

স্টয়নিস ঝড়ে উড়ে গেল চেন্নাই, শেষ ওভারে নাটকীয় জয় লখনউর

আরম্ভ ওয়েব ডেস্ক
স্টয়নিস ঝড়ে উড়ে গেল চেন্নাই, শেষ ওভারে নাটকীয় জয় লখনউর

শেষ ওভারে লখনউ সুপার জায়ান্টসের জয়ের জন্য দরকার ছিল ১৭ রান। মুস্তাফিজুর রহমানের ওপর ভরসা করেছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ধোনির পরামর্শে মুস্তাফিজুরের হাতেই বল তুলে দিয়েছিলেন। চেন্নাইয়ের দূর্গ রক্ষা করতে পারেননি মুস্তাফিজুর। দুরন্ত ব্যাটিং করে লখনউ সুপার জায়ান্টসকে জয় এনে দেন মার্কাস স্টয়নিস। ৬৩ বলে তাঁর ১২৪ রানের ইনিংস ৬ উইকেটে জয় এনে দেয় লখনউকে।
চলতি আইপিএলে যেভাবে রানের বন্যা চলছে, তাতে ২০০–র বেশি রান করেও নিশ্চিন্তে থাকতে পারছে না কোনও দল। এদিন যেমন ২১০ রান তুলেও ঘরের মাঠে হারতে হল চেন্নাইকে। প্রথম ওভারে অজিঙ্কা রাহানে (‌১)‌ ফিরে যাওয়ার পর মনে হয়নি চেন্নাই বড় রানে পৌঁছতে পারবে। কারণ, মিডল অর্ডারে ড্যারিল মিচেল (‌১০ বলে ১১)‌, রবীন্দ্র জাদেজারা (‌১৯ বলে ১৭) রান পাননি। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় দলকে এগিয়ে নিয়ে যান।
ক্রিজে নেমে ঝড় তোলেন শিবম দুবে। ২৭ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ‌২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান তোলে চেন্নাই। ৬০ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়। মারেন ১২টি ৪, ৩টি ৬। আইপিএলে এটা ঋতুরাজের দ্বিতীয় সেঞ্চুরি।
জয়ের জন্য ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ফিরে যান কুইন্টন ডিকক (‌০)‌। পঞ্চম ওভারে লোকেশ রাহুলকে (‌১৪ বলে ১৬)‌ তুলে নেন মুস্তাফিজুর রহমান। দেবদত্ত পাড়িক্কলও (‌১৯ বলে ১৩)‌ রান পাননি। ১১ ওভারে ৮৮ রানে ৩ উইকেট হারায় লখনউ। এই সময় মনে হচ্ছিল লোকেশ রাহুলের দলের জয় পাওয়াটা অসম্ভব। কিন্তু সেই কঠিন কাজটাই করে দেখান মার্কাস স্টয়নিস ও নিকোলাস পুরান।
আগে থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন স্টয়নিস। তাঁর সঙ্গে যোগ দেন পুরান। ১৫ বলে ৩৪ রান করে আউট হন তিনি। এরপর দীপক হুডাকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন স্টয়নিস। শেষ ওভারে লখনউর দরকার ছিল ১৭ রান। প্রথম বলে ৬ হাঁকান স্টয়নিস। পরের ৩ বলে বাউন্ডারি হাঁকিকে দলকে জয় এনে দেন। ১৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ১২৪ রান করে তিনি অপরাজিত থাকেন স্টয়নিস। ৬ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন দীপক হুডা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!