- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২০, ২০২৪
আবার ধোনি ধামাকা, তবু লখনউ–র কাছে হার চেন্নাইয়ের

বয়স হলেও ধার দক্ষতায় কিন্তু মরচে ধরেনি মহেন্দ্র সিং ধোনি। আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও মাঠ মাতিয়ে গেলেন। ৯ বলে ৯ বলে অপরাজিত থাকলেন ২৮ রানে। তবুও জয় এল না চেন্নাই সুপার কিংসের। চেন্নাইকে ৮ উইকেটে উড়িয়ে জয়ের সরণিতে ফিরে এল লখনউ সুপার জায়ান্টস।
ঘরের মাঠে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। শুরুর দিকে সুবিধা করতে পারেনি চেন্নাই। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন রাচিন রবীন্দ্র (০)। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও (১৭) বড় রান পাননি। অজিঙ্কা রাহানে (২৪ বলে ৩৬) ও রবীন্দ্র জাদেজা দলকে টানেন। শিবম দুবে (৩), সমীর রিজভিও (১)। ২০ বলে ৩০ রান করে আউট হন মইন আলি।
এরপর ক্রিজে নেমে ঝড় তোলেন ধোনি। মারেন ৩টি ৪ ও ২টি ৬। তাঁর ঝোড়ো ব্যাটিংয়েই ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে চেন্নাই। ৪০ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ক্রুনাল পাণ্ডিয়া ১৬ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পান মহসীন খান, যশ ঠাকুর, রবি বিষ্ণোই ও মার্কাস স্টইনিস।
চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে লখনউ–র চিন্তা ছিল ওপেনিং জুটি নিয়ে। এদিন দলকে ভরসা দেন দুই ওপেনার কুইন্টন ডিকক ও অধিনায়ক লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে ওঠে ১৩৪। ১৫তম ওভারের শেষ বলে আউট হন ডিকক। ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৫৪ রান করেন তিনি। ১৮তম ওভারের প্রথম বলে লোকেশ রাহুলকে ফেরান মাথিশা পাথিরানা। ততক্ষণে জয় নিশ্চিত হয়ে গেছে লখনউ–র। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেন রাহুল। ৬ বল বাকি থাকতেই ১৮০/২ রান তুলে ম্যাচ জিতে নেয় লখনউ। নিকোলাস পুরান ১২ বলে ২৩ ও মার্কাস স্টয়নিস ৭ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।
❤ Support Us