Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৭, ২০২৪

সূর্যকুমারের দুরন্ত সেঞ্চুরিতে প্লে–অফের রাস্তা কঠিন হয়ে গেল হায়দরাবাদের

আরম্ভ ওয়েব ডেস্ক
সূর্যকুমারের দুরন্ত সেঞ্চুরিতে প্লে–অফের রাস্তা কঠিন হয়ে গেল হায়দরাবাদের

সূর্যকুমার যাদব যেদিন নিজের ছন্দে থাকেন, বিপক্ষ বোলারদের কাছে আতঙ্ক। কেন তিনি বিশ্বের সেরা টি২০ ব্যাটার, আবার প্রমাণ করে দিলেন। তাঁর দুরন্ত ব্যাটিং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় এনে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। হায়দরাবাদকে হারিয়ে প্লে–অফের ক্ষীণ আশা মুম্বই বাঁচিয়ে রাখলেও বড় ক্ষতি হয়ে গেল প্যাট কামিন্সদের। মুম্বইয়ের কাছে ৭ উইকেটে প্লে–অফের রাস্তা কঠিন করে ফেলল হায়দরাবাদ।
টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভাল শুরু করেছিলেন ট্রাভিস হেড (‌৩০ বলে ৪৮)‌। কিন্তু অভিষেক শর্মা (‌১৬ বলে ১১)‌ এদিন ছন্দে ছিলেন না। ৩ নম্বরে নামা মায়াঙ্ক আগরওয়ালও (‌৫)‌ রান পাননি। নীতিশ রেড্ডিকে (‌১৫ বলে ২০)‌ সঙ্গে নিয়ে ট্রাভিস হেড দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। হেড ফিরতেই ধস সানরাইজার্স হায়দরাবাদ ইনিংসে। ১৩৬ রানের মধ্যে ৮ উইকেট হারায়। হেনরিখ ক্লাসেন (‌২)‌, মার্কো জানসেন (‌১৭)‌, শাহবাজ আমেদরা (‌১২ বলে ১০)‌ রান পাননি। শেষ দিকে ১৭ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে হায়দরাবাদকে ১৭৩/‌৮ রানে পৌঁছে দেন অধিনায়ক প্যাট কামিন্স। হার্দিক পান্ডিয়া ও পীযূষ চাওলা ৩টি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স শুরুতেই বিপর্যয়ে পড়ে। ৩১ রানের মধ্যেই ডাগ আউটে ফিরে যান ইশান কিষাণ (‌৯)‌, রোহিত শর্মা (‌৪)‌ ও নমন ধির (‌০)‌। সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যান সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। তাদের ১৪৩ রানের জুটিই মুম্বইকে জয় এনে দেয়। টি নটরাজনকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সূর্য। ১২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫১ বলে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। ৩২ বলে ৩৭ রান করেন তিলক ভার্মা। ১৭.‌২ ওভারে ১৭৩/‌৩ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। মুম্বইয়ের কাছে হেরে লিগ টেবিলে চার নম্বরে নেমে এল হায়দরাবাদ। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১২। অন্যদিকে, ১২ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে নবম স্থানে রইল মুম্বই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!