- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৪, ২০২৩
১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম মরুশহরে, সবথেকে বেশি টাকা নিয়ে নামছে গুজরাট
যাবতীয় জল্পনা–কল্পনার অবসান। ২০২৪ আইপিএলের জন্য মিনি নিলাম অনুষ্ঠিত হতে চলেছে মরুশহর দুবাইয়ে। ১৯ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। রবিবারই সরকারিভাবে দুবাইয়ে নিলাম আয়োজনের কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই প্রথম বিদেশে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের নিলাম। আইপিএল আয়োজক কমিটির পক্ষ থেকে নিলামের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালের আইপিএলের জন্য মোট ১১৬৬ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন। এদের মধ্যে থেকে ৭৭ জন ক্রিকেটারকে বেছে নেবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। এই ৭৭ জনের মধ্যে ৪৭ জন দেশীয় ও ৩০ জন বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ২৬২.৯৫ কোটি টাকা মিনি নিলামে খরচ করতে পারবে। সবথেকে বেশি টাকা রয়েছে সবচেয়ে বেশি টাকা রয়েছে গুজরাট টাইটান্সের হাতে। তারা ৩৮.১৫ কোটি টাকা খরচ করতে পারবে। আর সবথেকে কম টাকা খরচ করতে পারবে লখনউ সুপার জায়ান্টস। তাদের হাতে রয়েছে ১৩.৯ কোটি টাকা।
অস্ট্রেলিয়ার এবছর বিশ্বকাপজয়ী দলের তিন সদস্য প্যাট কামিন্স, ট্রাভিস হেড ও মিচেল স্টার্ক আইপিএল খেলার জন্য এবছর মিনি নিলামে অংশ নিচ্ছেন। এই তিন ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা। বিশ্বকাপে নজরকাড়া নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রও মিনি নিলামে অংশ নিচ্ছেন। তিনি বেস প্রাইস রেখেছেন ৫০ লক্ষ। এবছর বিশ্বকাপে ১০ ম্যাচে ৫৪৩ রান করেছেন রাচিন। পাশাপাশি ৫টি উইকেটও তুলে নিয়েছেন।
২৬ নভেম্বর ক্রিকেটার রিটেনশনের শেষদিন ছিল। সব ফ্র্যাঞ্চাইজিই ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে। পাশাপাশি কয়েকটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার কেনাবেচাও করেছে। ক্রিকেটার কেনাবেচার ব্যাপারে সবথেকে বড় চমক দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা তুলে নিয়েছে গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। মুম্বই ইন্ডিয়ান্স থেকে ক্যামেরন গ্রিনকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। ১২ ডিসেম্বর পর্যন্ত ক্রিকেটার কেনাবেচা করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
রিটেনশন তালিকা জমা দেওয়ার পর চেন্নাই সুপার কিংসের হাতে আছে ৩১.৪ কোটি টাকা। তারা ৬ ক্রিকেটারকে নিতে পারবে। ১১ জন ক্রিকেটারকে ছেড়ে ২৮.৯৫ কোটি টাকা হাতে রয়েছে দিল্লি ক্যাপিটালসের। তারা নিতে পারবে ৯ জন ক্রিকেটার। গুজরাট টাইটান্সের হাতে আছে ৩৮.১৫ কোটি টাকা, তারা নিতে পারবে ৮ জনকে। নাইট রাইডার্সের হাতে রয়েছে ৩২.৭ কোটি টাকা। মিনি নিলাম থেকে ১২ জন ক্রিকেটারকে কিনতে পারবে নাইটরা। সবথেকে কম টাকা রয়েছে লখনউ সুপার জায়ান্টসের হাতে। তাদের হাতে রয়েছে ১৩.৯ কোটি টাকা। এই টাকায় তারা ৬ জন ক্রিকেটারকে নিতে পারবে। মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে ১৭.৭৫ কোটি, পাঞ্জাব কিংসের হাতে ২৯.১ কোটি, রাজস্থান রয়্যালসের হাতে ১৪.৫ কোটি। তিন দলই ৮ জন করে ক্রিকেটারকে কিনতে পারবে। রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালোরের হাতে ২৩.২৫ কোটি, সানরাইজার্স হায়দরাবাদের হাতে ৩৪ কোটি। এই দুটি ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে ক্রিকেটারকে কিনতে পারবে।
❤ Support Us