Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৯, ২০২৩

আইপিএলের নিলামে সর্বকালীন রেকর্ড গড়ে কলকাতা নাইট রাইডার্সে মিচেল স্টার্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএলের নিলামে সর্বকালীন রেকর্ড গড়ে কলকাতা নাইট রাইডার্সে মিচেল স্টার্ক

মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা ২০২৪ আইপিএলের মিনি নিলামের মঞ্চ মাতাবেন, এটা প্রত্যাশিতই ছিল। তাই বলে ২০ কোটির মাইলস্টোন পার করে ফেলবেন!‌ তাও আবার কিনা আইপিএলের মিনি নিলামে। এটা কল্পনারও অতীত ছিল। সাম কারেনের রেকর্ড ভেঙে এগিয়ে গিয়েছিলেন প্যাট কামিন্স। কামিন্সের সেই রেকর্ডও ৩০ মিনিটও স্থায়ী হয়নি। সাম কারেন, প্যাট কামিন্সকে টপকে আইপিএলে রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার এই জোরে বোলারকে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড।
২০১৮ আইপিএলের নিলামে মিচেল স্টার্ককে ৯.‌৪০ কোটি টাকায় সি করিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। চোটের জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন স্টার্ক। এবাছর নিলামে নাম নথিভূক্ত করেই বাজিমাত মিচেল স্টার্কের। ২০১৪ ও ২০১৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন মিচেল স্টার্ক। তারপর আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন। ২০২৪ টি২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আবার আইপিএলে খেলার সিদ্ধান্ত নেন মিচেল স্টার্ক। সেই মতো নাম নথিভুক্তও করেন। এবছর একদিনের বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন এই অস্ট্রেলিয়ান জোরে বোলার। তাঁকে নিয়ে লড়াই যে জমে উঠবে, এটা প্রত্যাশিতই ছিল। তবে দর যে এতটা উঠবে, ভাবা যায়নি।
নিলামের জন্য ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন মিচেল স্টার্ক। তাঁকে নেওয়ার জন্য প্রথমে বিড করে দিল্লি ক্যাপিটালস। দিল্লির সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সও বিড করতে শুরু করে। এই দুই ফ্র‌্যাঞ্চাইজির মধ্যে লড়াই চলছিল। স্টার্কের দর যখন ৯ কোটি টাকা ছাড়িয়ে যায়, তখনই আসরে নামে কলকাতা নাইট রাইডার্স। নাইটরা ৯ কোটি ৮০ লক্ষ টাকা দর দেওয়ার পর দিল্লি ও মুম্বই লড়াই থেকে সরে দাঁড়ায়। এরপর ঝাঁপায় গুজরাট টাইটান্স। নাইট রাইডার্সের সঙ্গে তাদের লড়াই দারুণ জমে ওঠে। চড়চড় করে দাম বাড়তে থাকে কামিন্সের।
২৪ কোটি দর ওঠার পর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর দলের সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে আলোচনা করেন। এরপর ২৪ কোটি ৫০ লক্ষ টাকা দর দেয় গুজরাট। নাইট রাইডার্স ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দর হাঁকতেই লড়াইয়ের মঞ্চ ছেড়ে সরে দাঁড়ায় গুজরাট টাইটান্স। সর্বকালীন রেকর্ড গড়ে আইপিএলে স্মরণীয় প্রত্যাবর্তন মিচেল স্টার্কের। এবছর মিনি নিলামের আগে সবথেকে বেশি মূল্যের ক্রিকেটার ছিলেন সাম কারেন। এদিন তাঁর সেই রেকর্ড ভেঙে দিয়েছিলেন প্যাট কামিন্স। তাঁকে ২০.‌৫০ কোটি টাকায় তুলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। অল্প সময়ের মধ্যেই কামিন্সের রেকর্ড ভেঙে সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার হয়ে গেলেন মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৮টি টি২০ আন্তর্জাতিকে ৭৩ উইকেট নিয়েছেন। ইনিংসে ৪ উইকেট ১ বার। সেরা বোলিং ২০ রানে ৪ উইকেট। ১২১টি টি২০ ম্যাচে স্টার্কের ১৭০টি উইকেট রয়েছে। ২০১৫ আইপিএলে ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন স্টার্ক। ওভার প্রতি রান দিয়েছিলেন ৬.‌৭৬।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!