Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৫, ২০২৪

দুরন্ত ঋষভ পন্থ, টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে ৪ রানে নাটকীয় জয় দিল্লির

আরম্ভ ওয়েব ডেস্ক
দুরন্ত ঋষভ পন্থ, টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে ৪ রানে নাটকীয় জয় দিল্লির

শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান প্রয়োজন ছিল গুজরাট টাইটান্সের। মুকেশ কুমারের প্রথম ৫ বলে ১৪ রান তুলে দলকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন রশিদ খান। শেষ বলে ছক্কা হাঁকালেই জয়, বাউন্ডারি মারলে ম্যাচ সুপার ওভারে। কোনওটাই করতে পারেননি। রশিদ ২২০ রানেই আটকে যায় গুজরাট। টানটান উত্তেজনার ম্যাচে গুজরাটকে ৪ রানে হারিয়ে ঘরের মাঠে প্রথম জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। একই সঙ্গে গুজরাটকে টপকে ষষ্ঠস্থানে উঠে এল ঋষভ পন্থের দল।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল দিল্লি। পাওয়ার প্লে–র ওভারে জেক ফ্রেজার–ম্যাকগার্ক (২৩)‌‌, পৃথ্বী শ (‌১১)‌ ও সাই হোপকে (‌৫)‌ হারিয়ে চাপে পড়ে। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান অক্ষর প্যাটেল ও ঋষভ পন্থ। এদিন অক্ষরকে তিন নম্বরে নামিয়ে চমক দিয়েছিল দিল্লি। নতুন পজিশনে দারুণ সফল অক্ষর। ৪৩ বলে ৬৬ রানের মূল্যবান ইনিংস খেলে দলের বড় রানের ভিত তৈরি করেন।
অক্ষর যখন আউট হন দিল্লির রান ১৭ ওভারে ৪ উইকেটে ১৫৭। এরপর ঝড় তোলেন ঋষভ ও ট্রিস্টান স্টাবস। এই জুটিই দিল্লিকে ২০০ রানের গন্ডি পার করে দেয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে দিল্লি। ৪৩ বলে ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন ঋষভ। ইনিংসের শেষ ওভারে ৪টি ছয় ও ১টি চারের সাহাযয়ে ৩১ রান তোলেন তিনি। ৭ বলে অপরাজিত ২৬ রান করেন স্টাবস। গুজরাটের হয়ে সন্দীপ ওয়ারিয়র ১৫ রানে ৩ উইকেট নেন।
জয়ের জন্য ২২৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই শুভমান গিলের (৬)‌ উইকেট হারায় গুজরাট। ‌এরপর ঋদ্ধিমান সাহা ও সাই সুদর্শনের ৪৯ বলে ৮২ রানের জুটি গুজরাটকে চাপমুক্ত করে। ২৫ বলে ৩৯ রান করে আউট হন ঋদ্ধিমান। চার নম্বরে নামা আজমতুল্লাহ ওমরজাই (‌১)‌ ব্যর্থ। ৩৯ বলে ৬৫ রান করে ফিরে যান সাই সুদর্শন। শাহরুখ খান (‌৮)‌, রাহুল তেওয়াটিয়ারা (‌৪)‌ রান পাননি।  তেমন কিছু করতে পারেননি। ১৬ ওভারে ১৫২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল গুজরাট। ডেভিড মিলারের ঝড় গুজরাটকে লড়াইয়ে ফেরায়। ১৭ তম ওভারে আনরিখ নরখিয়ের বলে ২৪ রান তুলে ম্যাচের সমীকরণ বদলে দেন মিলার। ২৩ বলে ৫৫ রান করে তিনি মুকেশ কুমারের বলে আউট হন। এরপর চেষ্টা করেও দলকে জয় এনে দিতে পারেননি রশিদ খান (‌১১ বলে অপরাজিত ২১)‌ ও সাই কিশোর (‌৬ বলে ১৩)‌। দিল্লির হয়ে ৪৪ রানে ৩ উইকেট নেন রসিক দার সালাম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!