- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২, ২০২৪
চেন্নাইকে ৭ উইকেটে উড়িয়ে আইপিএলের প্লে অফ জমিয়ে দিল পাঞ্জাব

ইডেন গার্ডেনস থেকেই যেন বদলে গেছে পাঞ্জাব কিংস। রেকর্ড গড়ে কলকাতায় নাইট রাইডার্সকে হারানোর পর এবার চিপকের মাঠে চেন্নাই বধ। চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে উড়িয়ে আইপিএলের প্লে অফের লড়াই জমিয়ে দিল পাঞ্জাব কিংস। চেন্নাইকে হারিয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে পাঞ্জাব। অন্যদিকে, ১০ ম্যাচে ১০ পয়েন্টে নিয়ে ৪ নম্বরে থাকা চেন্নাইয়ের প্লে অফের পথ কিছুটা হলেও কঠিন হয়ে পড়ল।
টসে জিতে চিপকের মন্থর উইকেটে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাঞ্জাব। অজিঙ্কা রাহানে এবং ঋতুরাজ গায়কোয়াড়ের ওপেনিং জুটিতে ওঠে ৬৪। যদিও রান তোলার গতি যথেষ্ট মন্থর ছিল। ২৪ বলে ২৯ রান করে আউট হন রাহানে। এরপর দ্রুত ফেরেন শিবম দুবে (০) ও রবীন্দ্র জাদেজা (২)। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় দলকে টেনে নিয়ে যান। ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার জায়গায় পৌঁছে দেন। ২৩ বলে ২১ রান করে আউট হন সমীর রিজভি। মইন আলি করেন ১৫, মহেন্দ্র সিং ধোনি ১৪। ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান তোলে চেন্নাই। পাঞ্জাবের দুই স্পিনার হরপ্রীত ব্রার (২/১৭) ও রাহুল চাহার (২/১৬) দুরন্ত বোলিং করেন।
ব্যাট করতে নেমে শুরুতেই প্রভসিমরন সিংয়ের উইকেট হারায় পাঞ্জাব। ১০ বলে মাত্র ১৩ রান করে আউট হন তিনি। জনি বেয়ারস্টো ও রাইলি রুসো পাঞ্জাবকে টেনে নিয়ে যান। ৩০ বলে ৪৬ রান করে আউট হন বেয়ারস্টো। রাইলি রুসো করেন ২৩ বলে ৪৩। রান করে আউট হলেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার এবং দুটি ছক্কা। বেয়ারস্টো ও রুশো ফিরে যাওয়ার পর পাঞ্জাবকে জয় এনে দেন শশাঙ্ক সিং (২৬ বলে অপরাজিত ২৫) ও সাম কারেন (২০ বলে অপরাজিত ২৬)। ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।
❤ Support Us