Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৭, ২০২৪

আইপিএলের রান উৎসবে বিশ্ব রেকর্ড গড়ে জয় পাঞ্জাব কিংসের

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএলের রান উৎসবে বিশ্ব রেকর্ড গড়ে জয় পাঞ্জাব কিংসের

চলতি আইপিএলের প্রথম ম্যাচ থেকেই চলছে ‘‌রান ফেস্ট’‌, রেকর্ডের বন্যা। নতুন রেকর্ড তৈরি হচ্ছে, তো কদিন পর সেই রেকর্ডের অস্তিত্ব থাকছে না। শুক্রবার ক্রিকেটের নন্দনকাননে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস ম্যাচেও রান উৎসব, তৈরি হল একাধিক রেকর্ড। নাইট রাইডার্সের ২৬১ রান তাড়া করে জিতেছে পাঞ্জাব কিংস। যা শুধু আইপিএলেই নয়, বিশ্বরেকর্ডও।
টি২০ ক্রিকেটে এর আগে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের ২৫৮ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা। আর আইপিএলে রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে শারজায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২২৪ রান তাড়া করে ৩ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতেছিল রাজস্থান রয়্যালস।
টি২০ ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও হয়েছে নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস ম্যাচে। দুই ইনিংস মিলিয়ে মোট ছক্কা হয়েছে ৪২টি। আগের রেকর্ড ছিল ৩৮টি ছক্কার। চলতি আইপিএলেই ২৭ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে এই রেকর্ড হয়েছিল। রেকর্ড আরও আছে। আইপিএল ইতিহাসে এই প্রথম দুই দলের ৪ ওপেনারই হাফ সেঞ্চুরি করেছেন।
টস জিতে ইডেন নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছিল পাঞ্জাব কিংস। সুনীল নারাইন ও ফিল সল্ট ওপেনিং জুটিতে ৬৩ বলে তোলে ১৩৮। এই জুটিই নাইটদের বড় রানের ভিত গড়ে দিয়েছিল। মাত্র ২৩ বলে ৫০ করেন নারাইন। অন্যদিকে, ২৫ বলে হাফ সেঞ্চুরি করেন ফিল সল্ট। শেষ পর্যন্ত ৩২ বলে ৭১ রান করে আউট হন নারাইন। আর ফিল সল্ট আউট হন ৩৭ বলে ৭৫ রান করে। এরপর ভেঙ্কটেশ আয়ার (২৩ বলে ৩৯‌)‌, শ্রেয়স আয়ার (১০ ২৮‌)‌, আন্দ্রে রাসেলদের (‌১২ বলে ২৪)‌ দাপটে নির্ধারিত ২০ ওভারে ২৬১/‌৬ তোলে নাইট রাইডার্স।
পাঞ্জাবের দুই ওপেনারও শুরু থেকে পাল্টা জবাব দিতে শুরু করেন। প্রভসিমরন সিং ও জনি বেয়ারস্টো ৩৬ বলে ৯৩ রানের জুটি গড়েন। ২০ বলে ৫৪ রান করে রান আউট হন প্রভসিমরন। এরপর পাঞ্জাবকে টেনে নিয়ে যান বেয়ারস্টো ও রাইলি রুসো। ১৬ বলে ২৬ রান করে রুসো সুনীল নারাইনের বলে ফিরে যান। নাইট বোলারদের আর কোনও সুযোগ দেননি বেয়ারস্টো ও শশাঙ্ক সিং। ৪৫ বলে আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেন বেয়ারস্টো। ক্রিজে নেমে রীতিমতো তান্ডব চালান শশাঙ্ক সিং। ২৮ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে, জনি বেয়ারস্টো ৪৮ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন। ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। নারাইন ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ১টি উইকেট নেন। নাইট রাইডার্সের বাকি বোলাররা ১৪.৪ ওভারে দেন ২৩৬।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!