- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৩০, ২০২৪
জয় ফিরতে জোরে বোলারারাই ভরসা পাঞ্জাবের, কঠিন চ্যালেঞ্জ লখনউ-রও
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের বিরুদ্ধে হারতে হয়েছিল পাঞ্জাব কিংসকে। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে লখনউ সুপার জায়ান্টস। আজ এই দুই দল একে অপরের মুখোমুখি। পাঞ্জাব কিংসের কাছে যেমন জয়ে ফেরার লড়াই, তেমনই লখনউ সুপার জায়ান্টসের লক্ষ্য প্রথম জয় তুলে নেওয়া।
লখনউ সুপার জায়ান্টসের প্রধান শক্তি ব্যাটিং। অধিনায়ক লোকেশ রাহুল তো রয়েছেনই। এছাড়াও রয়েছেন কুইন্টন ডিকক, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিসের মতো বিদেশী ব্যাটাররা। প্রথম ম্যাচে অবশ্য ডিককের ব্যাট থেকে রান আসেনি। লখনউ সুপার জায়ান্টসকে প্রথম জয় তুলে নিতে গেলে ওপেনিং জুটিকে রানে ফিরতেই হবে। এছাড়া বাড়তি দায়িত্ব নিতে হবে লোকেশ রাহুল, নিকোলাস পুরানদেরও। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগে লখনউ সুপার জায়ান্টসকে চিন্তায় রাখছে দলের বোলিং। আগের ম্যাচে নবীন-উল-হক ছাড়া আর কোনও বোলার নিজেদের মেলে ধরতে পারেননি। প্রথম ম্যাচে হতাশ করেছেন সামার জোসেফ।
তুলনামূলকভাবে পাঞ্জাব কিংসের বোলিং শক্তি অনেকটাই ভাল। কাগিসো রাবাডা, সাম কারেন, অর্শদীপ সিং, হর্ষাল প্যাটেলের মতো জোরে বোলাররা রয়েছেন। এছাড়া ব্যাটিংও যথেষ্ট শক্তিশালী। ওপেনার জনি বেয়ারস্ট,লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, প্রভসিমরন সিংরা যে কোনও মুহূর্তে ম্যাচের গতি বদলে দিতে পারেন। লখনউ-র অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়ামে চলতি আইপিএলে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ২২ গজে যথেষ্ট বাউন্স রয়েছে। পাঞ্জাব কিংসের জোরে বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন।
❤ Support Us