- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৯, ২০২৪
সৌরভের আশ্বাসই সার, দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না দিল্লি
টিম ডিরেক্টর সৌরভ গাঙ্গুলির মুখে ছিল ঘুরে দাঁড়ানোর আশ্বাস। কিন্তু কথার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় অধরা থাকল দিল্লি ক্যাপিটালসের। ঘরের মাঠে দিল্লিকে ১২ রানে হারিয়ে জয় তুলে নিল রাজস্থান রয়্যালস। আইপিএলে নিজের শততম ম্যাচেও দলকে জেতাতে পারলেন না অধিনায়ক ঋষভ পন্থ।
টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠায় দিল্লি। যাশস্বী জয়সওয়ালকে (৫) তুলে নিয়ে শুরুতেই রাজস্থানকে ধাক্কা দেন মুকেশ কুমার। জস বাটলারও (১১) বড় রান পাননি। আগের ম্যাচে ভাল খেলা অধিনায়ক সঞ্জু স্যামসনও (১৪ বলে ১৫) ব্যর্থ। শুরুর দিকে রাজস্থান দ্রুত গতিতে রান তুলতে পারেনি। শেষ দিকে ঝড় তোলেন রিয়ান পরাগ। ৪৫ বলে অপরাজিত ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলে রাজস্থানকে ২০ ওভারে ১৮৫/৫ রানে পৌঁছে দেন। রবিচন্দ্রন অশ্বিন ১৯ বলে করেন ২৯। ধ্রুব জুরেল ১২ বলে করেন ২০। ৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন হেটমায়ের।
জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিলেন দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ওপেনিং জুটিতে ৩ ওভারে ওঠে ৩০। এরপর চতুর্থ ওভারে মিচেল মার্শ ও রিকি ভুঁইকে (০) তুলে নিয়ে দিল্লিকে বড় ধাক্কা দেন নান্দ্রে বার্গার। প্রাথমিক ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান ডেভিড ওয়ার্নার। ৩৪ বলে ৪৯ রান করে তিনি আউট হন। অধিনায়ক ঋষভ পন্থ ২৬ বলে করেন ২৮। অভিষেক পোড়েল (১০ বলে ৯) এদিন নিজেকে মেলে ধরতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তোলে দিল্লি। ট্রিস্টান স্টাবস ২৩ বলে ৪৪ ও অক্ষর প্যাটেল ১৩ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন নান্দ্রে বার্গার ও যুজবেন্দ্র চাহাল।
❤ Support Us