Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৩, ২০২৪

‌এবারও খেতাব জেতা হল না কোহলির, রাজস্থানের কাছে হেরে বিদায় বেঙ্গালুরুর

আরম্ভ ওয়েব ডেস্ক
‌এবারও খেতাব জেতা হল না কোহলির, রাজস্থানের কাছে হেরে বিদায় বেঙ্গালুরুর

প্রথম ৮ ম্যাচে ৭টিতে হেরে একসময় প্লে–অফের রাস্তা কঠিন হয়ে গিয়েছিল। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন। টানা ৬ ম্যাচ জিতে প্লে–অফে জায়গা করে নেওয়া। তবুও শেষরক্ষা হল না। এলিমিনেটরের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৪ উইকেটে হেরে আইপিএল অভিযান শেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এবারও খেতাব জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল বেঙ্গালুরুর কাছে। আইপিএল ট্রফি স্পর্শ করার জন্য অপেক্ষার সময় আরও বেড়ে গেল বিরাট কোহলির। চলতি আইপিএলে ৭৪১ রান করেও ট্র‌্যাজিক হিরোই থেকে গেলেন ‘‌কিং কোহলি’‌।
আগের দিন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বিপর্যয়ে পড়েছিল সানরাইজার্স। সেকথা মাথায় রেখে এদিন টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ট্রেন্ট বোল্ট, রবিচন্দ্রন অশ্বিনদের সামনে খুব একটা আক্রমণাত্মক হওয়ার সুযোগ পাননি বিরাট কোহলি (‌২৪ বলে ৩৩)‌, ফাফ ডুপ্লেসিরা (‌১৪ বলে ১৭)‌। ৭.‌২ ওভারের মধ্যেই ৫৬ রানে দুই ওপেনারকে হারায় বেঙ্গালুরু।
ক্যামেরন গ্রিন (‌২১ বলে ২৭)‌ ও রজত পতিদার (‌২২ বলে ৩৪)‌ দলকে কিছুটা টানলেও দ্রুত গতিতে রান তুলতে পারেননি। ম্যাক্সওয়েল (‌০)‌ এদিনও ব্যর্থ। পরপর ২ বলে গ্রিন ও ম্যাক্সওয়েলকে তুলে নিয়ে বেঙ্গালুরুর মিডল অর্ডারের মেরুদণ্ড ভেঙে দেন অশ্বিন। দীনেশ কার্তিক এদিন নামের সঙ্গে সুবিচার করতে পারেননি। ১৩ বলে করেন মাত্র ১১। মহীপাল লোমরোরের সৌজন্যে লড়াই করার জায়গায় পৌঁছয় বেঙ্গালুরু। শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ১৭২/‌৮। ১৭ বলে ৩২ রান করেন মহীপাল। ১৯ রানে ২ উইকেট নেন অশ্বিন।
টানা ৫ ম্যাচ জয়ের মুখ না দেখা রাজস্থান রয়্যালস ১৭২ রান তুলতে পারবে কিনা, একসময় অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে স্নায়ুচাপ ধরে রেখে কাঙ্খিত জয় তুলে নেয় সঞ্জু স্যামসনের দল। যশস্বী জয়সওয়াল ও টম কোহলার–ক্যাডমোরের প্রারম্ভিক জুটিতে ওঠে ৪৬। প্রথম আউট হন ক্যাডমোর (‌১৫ বলে ২০)‌। এরপর ৩০ বলে ৪৫ রান করে আউট হন যশস্বী। পরপর ২ ওভারে যশস্বী ও  সঞ্জু স্যামসনকে (‌১৩ বলে ১৭)‌ হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। ধ্রুব জুরেল (‌৮)‌ দ্রুত আউট হওয়ায় চাপ আরও বেড়ে যায়। রিয়ান পরাগ ও সিমরন হেটমায়েরের ব্যাটে চাপ কাটে। ২৬ বলে ৩৬ রানের মূল্যবান ইনিংস খেলে আউট হন রিয়ান পরাগ। এরপর দলকে জয়ের দিকে এগিয়ে দেন হেটমায়ের (‌১৪ বলে ২৬)‌ ও রভম্যান পাওয়েল (‌৮ বলে অপরাজিত ১৬)‌। ১ ওভার বাকি থাকতে ১৭৪/‌৬ তুলে ম্যাচ জিতে নেয় রাজস্থান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!