- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৬, ২০২৪
কোহলির তৈরি ভিতে বেঙ্গালুরুকে জয় এনে দিলেন কার্তিক–মহীপাল

উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরকে। দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল ফাপ ডুপ্লেসির দল। ঘরের মাঠে টানটান উত্তেজনার ম্যাচে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে।
সোমবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক ফাফ ডুপ্লেসি। জনি বেয়ারস্টোকে (৮) শুরুতে মহম্মদ সিরাজ তুলে নিলেও পাঞ্জাবকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক শিখর ধাওয়ান ও প্রভসিমরণ সিং। ২৫ রান করে আউট হন প্রভসিমরণ। ১৩ বলে ১৭ রান করেন লিয়াম লিভিংস্টোন। শিখর ধাওয়ান সর্বাধিক ৪৫ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান তোলে পাঞ্জাব কিংস। জিতেশ শর্মা করেন ২৭। শশাঙ্ক সিং ৮ বলে ২১ রানে অপরাজিত থাকেন। মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল ২টি করে এবং যশ দয়াল ও আলজারি জোসেফ ১টি করে উইকেট দখল করেন।
জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ ওভারের মধ্যেই ডুপ্লেসি (৩) ও ক্যামেরন গ্রিনকে (৩) হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। এরপর বেঙ্গালুরুকে একার কাঁধেই এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি। ৩১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ১৬তম ওভারে হর্ষল প্যাটেলের শেষ বল গ্যালারিতে পাঠাতে গিয়ে হরপ্রীত ব্রারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৪৯ বলে ৭৭ রান করেন কোহলি। মারেন ১টি চার ও ২টি ছয়।
কোহলি আউট হওয়ার পর কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। শেষ পর্যন্ত দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দীনেশ কার্তিক ও মহীপাল লোমরর। ৪ বল বাকি থাকতে ১৭৮/৬ তুলে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। দীনেশ কার্তিক ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১০ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ইমপ্যাক্ট প্লেয়ার মহীপাল লোমরর ৮ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। রজত পতিদার ১৮, গ্লেন ম্যাক্সওয়েল ৩ ও অনুজ রাওয়াত করেন ১১। কাগিসো রাবাডা ৪ ওভারে ২৩ ও হরপ্রীত ব্রার ৪ ওভারে ১৩ রান দিয়ে ২টি করে উইকেট নেন। স্যাম কারান ৩ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন।
❤ Support Us