- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৯, ২০২৪
আইপিএলে ঈর্ষানীয় নজির কোহলির, গুজরাটকে ৯ উইকেটে উড়িয়ে দিল বেঙ্গালুরু

চলতি আইপিএলে ২০০–র বেশি রান তাড়া করাটা যেন জলভাত হয়ে দাঁড়িয়েছে দলগুলির কাছে। রবিবার গুজরাট টাইটান্স বোর্ডে ২০০ রান তুলেও রক্ষা করতে পারেনি। ২৪ বল বাকি থাকতেই সহজ জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাটকে ৯ উইকেটে হারিয়ে চলতি আইপিএলে তৃতীয় জয় তুলে নিলেও লিগ টেবিলে তাদের কোনও উন্নতি নেই। ১০ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে একেবারে শেষে।
টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডুপ্লেসি। প্রথম ওভারেই ধাক্কা। শেষ বলে ফিরে যান ঋদ্ধিমান সাহা (৫)। অধিনায়ক শুভমান গিলও দলকে ভরসা দিতে পারেননি। ১৯ বলে মাত্র ১৬ রান করে তিনি ম্যাক্সওয়েলের বলে আউট হন। ৪৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট। এরপর দলকে টেনে তোলেন সাই সুদর্শন ও শাহরুখ খান।
তৃতীয় উইকেটের জুটিতে ৪৫ বলে ৮৬ রান তুলে বেঙ্গালুরুকে চাপে ফেলে দেন সুদর্শন ও শাহরুখ। ৩০ বলে ঝোড়ো ৫৮ রানের ইনিংস খেলে আউট হন শাহরুখ। মারেন ৩টি ৪ ও ৫টি ৬। চতুর্থ উইকেটের জুটিতে ৩৬ বলে ৬৯ রান যোগ করেন সুদর্শন ও ডেভিড মিলার। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তোলে গুজরাট। ৪৯ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন সুদর্শন। ১৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন মিলার।
জয়ের জন্য ২০১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন ফাফ ডুপ্লেসি। ১২ বলে ২৪ রান করে তিনি আউট হন। এরপর গুজরাট বোলারদের আর সুযোগ দেননি কোহলি ও তিন নম্বরে নামা উইল জ্যাকস। অসমাপ্ত তৃতীয় উইকেটের জুটিতে ৭৪ বলে ১৬৬ রান তুলে দলকে জয় এনে দেন কোহলি ও জ্যাকস। ৪ ওভার বাকি থাকতে ২০৬/১ রান তুলে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। জয়ের জন্য ১ রান বাকি থাকার সময় ৬ মেরে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি সেঞ্চুরি পূর্ণ করেন জ্যাকস। ৪১ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। মারেন ৫টি ৪ ও ১০টি ৬। ৬টি ৪ ও ৩টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন কোহলি।
চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৫০০ রানের মাইলস্টোনে পৌঁছলেন কোহলি। এই নিয়ে মোট ৭ বার তিনি আইপিএলে ৫০০ ও তার বেশি রান করলেন। ২০১১ সালে ১৬ ম্যাচে ৫৫৭, ২০১৩ সালে ১৬ ম্যাচে ৬৩৪, ২০১৫ সালে ১৬ ম্যাচে ৫০৫, ২০১৬ সালে ১৬ ম্যাচে ৯৭৩, ২০১৮ সালে ১৪ ম্যাচে ৫৩০ এবং গত বছর ১৪ ম্যাচে ৬৩৯ রান করেছিলেন কোহলি।
❤ Support Us