Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৬, ২০২৪

‌রেকর্ডের বন্যার ম্যাচে হায়দরাবাদের কাছে হেরে সঙ্কটে বেঙ্গালুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
‌রেকর্ডের বন্যার ম্যাচে হায়দরাবাদের কাছে হেরে সঙ্কটে বেঙ্গালুরু

চলতি আইপিএলে একের পর এক রেকর্ড হয়েই চলেছে। অধিকাংশ ম্যাচেই দেখা যাচ্ছে রানযজ্ঞ। সোমবারও এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজেদের গড়া রেকর্ডই ভেঙে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান তুলেছিল হায়দরাবাদ। বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে দিয়ে প্যাট কামিন্সের দল তোলে ২৮৭। জবাবে ২৬২ রানে থামে বেঙ্গালুরু। দুই ইনিংস মিলিয়ে উঠল ৫৪৯ রান। এটাও রেকর্ড। ২২ ছক্কা হাঁকান হায়দরাবাদ ব্যাটারা। এটাও এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরু থেকেই ঝড় তোলেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। পাওয়ার প্লে–র প্রথম ৬ ওভারে কোনও উইকেটে না হারিয়ে ৭৬ রান তোলে হায়দরাবাদ। ৭.১ ওভারে পৌঁছে যায় ১০০ রানে। নবম ওভারের প্রথম বলে ফিরে যান অভিষেক শর্মা (‌২২ বলে ৩৪)‌। এরপর ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন ও এইডেন মার্করামের তান্ডবে ১৫ ওভারেই ২০০ রানের গন্ডি পার করে হায়দরাবাদ। শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ২৮৭/‌৩। ৪১ বলে ১০২ রান করেন ট্রাভিস হেড। মারেন ৯টি ৪ ও ৮টি ৬। ২টি ৪ ও ৭টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৬৭ রান করেন ক্লাসেন। আবদুল সামাদ ১০ বলে ৩৭ ও এইডেন মার্করাম ১৭ বলে ৩২ রানে অপরাজিত থাকলেন।

জয়ের জন্য পাহাড়প্রমান রান তাড়া করতে নেমে বেঙ্গালুরুও ভাল শুরু করেছিল। ওপেনিং জুটিতে ৬.‌২ ওভারে তোলে ৮০। ২০ বলে ৪২ রান করে আউট হন বিরাট কোহলি। কোহলি আউট হওয়ার পরপরই ধস নামে বেঙ্গালুরু ইনিংসে। ফিরে যান উইল জ্যাক (‌৭)‌, রজত পতিদার (‌৯)‌, সৌরভ চৌহান (‌০)‌ ও ফাফ ডুপ্লেসি (‌২৮ বলে ৬২)‌। ১২২ রানে ৫ উইকেট হারায় বেঙ্গালুরু। এর পর দলকে লড়াইয়ে রাখেন দীনেশ কার্তিক। ৩৫ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি আউট হন। তাঁর আগেই ফিরে যান মহীপাল লোমরোর (‌১১ বলে ১৯)‌। ১৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন অনুজ রাওয়াত। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২৬২ রান তোলে বেঙ্গালুরু।

এই নিয়ে চলতি আইপিএলে ৭ ম্যাচে ৬টিতে হার বেঙ্গালুরুর। হায়দরাবাদের কাছে হেরে প্লে অফের স্বপ্ন প্রায় শেষের পথে বিরাট কোহলিদের। পয়েন্ট তালিকায় সকলের সকলের নীচে, সাকুল্যে ২ পয়েন্ট। ফলে বাকি ৭টি ম্যাচের সবকটিতেও জিতলে ফাফ দু প্লেসির দল পৌঁছবে ১৬ পয়েন্টে। তাতেও প্লে–অফে যেতে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!