Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৩, ২০২৪

সন্দীপের ৫ উইকেট, যশস্বীর অপরাজিত সেঞ্চুরি, মুম্বইকে ৯ উইকেটে উড়িয়ে দিল রাজস্থান

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দীপের ৫ উইকেট, যশস্বীর অপরাজিত সেঞ্চুরি, মুম্বইকে ৯ উইকেটে উড়িয়ে দিল রাজস্থান

ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে উড়িয়ে চলতি আইপিএলে টানা তৃতীয় জয় তুলে দিল রাজস্থান রয়্যালস। একই সঙ্গে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে প্লে অফের দিকেও অনেকটাই এগিয়ে গেল। আর রাজস্থানের কাছে হেরে প্লে অফের সম্ভাবনা কঠিন করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থানের জয়ের দুই নায়ক সন্দীপ শর্মা ও যশস্বী জয়সওয়াল।

 

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। ৪ ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান রোহিত শর্মা (৬), ঈশান কিষান (০) ও সূর্যকুমার যাদব (১০)। শুরু থেকেই দুরন্ত বোলিং করে মুম্বইকে চাপে রেখেছিলেন চোট সারিয়ে দলে ফেরা সন্দীপ শর্মা। তিনি তুলে নেন ঈশান কিষান ও সূর্যকুমার যাদবকে। অন্যদিকে রোহিতকে ফেরান ট্রেন্ট বোল্ট।

 

এরপর মুম্বই ইনিংসকে এগিয়ে নিয়ে যান তিলক ভার্মা ও মহম্মদ নবি। ১৭ বলে ২৩ রান করে আউট হন নবি। তাঁকে ফেরান যুজবেন্দ্র চাহাল। নবিকে ফিরিয়েই আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান চাহাল। নবি আউট হওয়ার পর তিলক ভার্মার সঙ্গে জুটি বেঁধে ৯৯ রান তোলেন নেহাল ওয়াধেরা। এই জুটির উপর ভর করেই ৯ উইকেটে ১৭৯ রান তুলেছিল মুম্বই। দুরন্ত বোলিং করে ১৮ রানে ৫ উইকেট তুলে নেন সন্দীপ শর্মা।

 

রান তাড়া করতে নেমে রাজস্থানকে অবশ্য সমস্যায় পড়তে হয়নি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আগের ম্যাচে দুরন্ত বোলিং করা যশপ্রীত বুমরা ও জেরাল্ড কোয়েটজি ছিলেন চূড়ান্ত ব্যর্থ। পাওয়ার প্লে-এর ৬ ওভারেই কোনও উইকেট না হারিয়ে ৬১ রান তুলে ফেলে রাজস্থান। এরপর বৃষ্টি নামে। কিছুক্ষন খেলা বন্ধ থাকে। খেলা শুরু হওয়ার পর বাটলারকে তুলে নেন পীযূষ চাওলা। ২৫ বলে ৩৫ রান করেন বাটলার। বাটলার ফিরে যাওয়ার পর মুম্বই বোলারদের আর কোনও সুযোগ দেননি যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন। তৃতীয় উইকেটের জুটিতে রাজস্থানের জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। ৮ বল বাকি থাকতে ১ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে ম্যাচ জিতে নেয় রাজস্থান। ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন যশস্বী। অন্যদিকে ২৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!