- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২২, ২০২৪
ঘোষিত হল আইপিএলের আংশিক সূচি, নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ২৩ মার্চ
এবছর ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। পরের দিন মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার বিকেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইপিএলের আংশিক সূচি প্রকাশ করা হয়েছে। ৭ এপ্রিল পর্যন্ত ম্যাচের সূচি আজ প্রকাশিত হল। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর বাকি সূচি প্রকাশ করা হবে।
দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর ১৭ দিনের মধ্যে ৫টি করে ম্যাচ খেলে ফেলবে। নাইট রাইডার্স খেলবে ৩টি ম্যাচ। বাকি দলগুলি ৪টি করে ম্যাচ খেলবে। ২২ মার্চ প্রথম ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। তার আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। পরের দিন , অর্থাৎ ২৩ মার্চ মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ওই দিনই বিকেল সাড়ে তিনটেয় পাঞ্জাব কিংস খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ৭ এপ্রিল পর্যন্ত নাইট রাইডার্স ঘরের মাঠে একটাই ম্যাচ খেলবে। তারপর ২৯ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের বিরুদ্ধে বাঙ্গালোরে খেলবে। নাইট রাইডার্সের দ্বিতীয় হোম ম্যাচ ৩ এপ্রিল, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এই ম্যাচটি হবে বিশাখাপত্তনমে।
৭ এপ্রিল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচ দিল্লিতে রাখা হয়নি। তারা খেলবে বিশাখাপত্তনমের এসিএ–ভিডিসিএ স্টেডিয়ামে। কারণ, মহিলা প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ আয়োজনের পর পর অল্প সময়ে আইপিএলের জন্য মাঠ তৈরি করতে পারবে না দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। মোহালির পরিবর্তে পাঞ্জাব কিংস নবনির্মিত মুল্লানপুর স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে।
৭ এপ্রিল পর্যন্ত ঘোষিত সূচি
২২ মার্চ: চেন্নাই বনাম বেঙ্গালুরু (চেন্নাই, ৭টা ৩০)
২৩ মার্চ: পাঞ্জাব বনাম দিল্লি (মোহালি, ৩টে ৩০)
২৩ মার্চ: কলকাতা বনাম হায়দরাবাদ (কলকাতা, ৭টা ৩০)
২৪ মার্চ: রাজস্থান বনাম লখনউ (জয়পুর, ৩টে ৩০)
২৪ মার্চ: গুজরাট বনাম মুম্বই (আমেদাবাদ, ৭টা ৩০)
২৫ মার্চ : বেঙ্গালুরু বনাম পাঞ্জাব (বেঙ্গালুরু, ৭টা ৩০)
২৬ মার্চ: চেন্নাই বনাম গুজরাট (চেন্নাই, ৭টা ৩০)
২৭ মার্চ: হায়দরাবাদ বনাম মুম্বই (হায়দরাবাদ, ৭টা ৩০)
২৮ মার্চ: রাজস্থান বনাম দিল্লি (জয়পুর, ৭টা ৩০)
২৯ মার্চ: বেঙ্গালুরু বনাম কলকাতা (বেঙ্গালুরু, ৭টা ৩০)
৩০ মার্চ: লখনউ বনাম পাঞ্জাব (লখনউ, ৭টা ৩০)
৩১ মার্চ: গুজরাট বনাম হায়দরাবাদ (আমদাবাদ, ৩টে ৩০)
৩১ মার্চ: দিল্লি বনাম চেন্নাই (বিশাখাপত্তনম, ৭টা ৩০)
১ এপ্রিল: মুম্বই বনাম রাজস্থান (মুম্বই, ৭টা ৩০)
২ এপ্রিল: বেঙ্গালুরু বনাম লখনউ (বেঙ্গালুরু, ৭টা ৩০)
৩ এপ্রিল: দিল্লি বনাম কলকাতা (বিশাখাপত্তনম, ৭টা ৩০)
৪ এপ্রিল: গুজরাট বনাম পাঞ্জাব (আমেদাবাদ, ৭টা ৩০)
৫ এপ্রিল: হায়দরাবাদ বনাম চেন্নাই (হায়দরাবাদ, ৭টা ৩০)
৬ এপ্রিল: রাজস্থান বনাম বেঙ্গালুরু (জয়পুর, ৭টা ৩০)
৭ এপ্রিল: মুম্বই বনাম দিল্লি (মুম্বই, ৩টে ৩০)
৭ এপ্রিল: লখনউ বনাম গুজরাট (লখনউ, ৭টা ৩০)
❤ Support Us