- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১০, ২০২৪
শেষ ওভারে ঝড় তুলেও হায়দরাবাদের কাছে হার পাঞ্জাবের

শেষ ওভারে পাঞ্জাব সিংসের জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। অসম্ভবকে প্রায় সম্ভব করে ফেলেছিলেন পাঞ্জাবের দুই ব্যাটার আশুতোষ শর্মা ও শশাঙ্ক সিং। হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিলেন প্যাট কামিন্সদের। কিন্তু শেষরক্ষা হল না। জয়দেব উনাদকাটের ওভারে ২৬ রান তুলতে সমর্থ হন আশুতোষ ও শশাঙ্ক। টানটান উত্তেজনার ম্যাচে পাঞ্জাব কিংসকে ২ রানে হারিয়ে নাটকীয় জয় তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। পাঞ্জাবের জয় অধরা থেকে গেল টপ অর্ডারের ব্যর্থতা ও প্যাট কামিন্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সৌজন্যে।
টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। এদিন হায়দরাবাদের টপ অর্ডার সেভাবে জ্বলে উঠতে পারেনি। ট্রাভিস হেড করেন ২১, অভিষেক শর্মা ১৬। এইডেন মার্করাম (০), রাহুল ত্রিপাঠী (১১), হেনরিখ ক্লাসেনরা (৯) ব্যর্থ। মিডল অর্ডারে একমাত্র লড়াই করেন নীতিশ রেড্ডি। ৩৭ বলে তিনি করেন ৬৪। ১২স বলে ২৫ রান করেন আব্দুল সামাদ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান তোলে হায়দরাবাদ। দুরন্ত বোলিং করে ২৯ রানে ৪ উইকেট তুলে নেন অর্শদীপ সিং। ২টি করে উইকেট নেন সাম কারেন ও হর্ষাল প্যাটেল।
ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাঞ্জাব কিংস। টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ। শিখর ধাওয়ান (১৪), জনি বেয়ারস্টো (০), প্রভসিমরন সিংরা (৪) রান পাননি। সাম কারেন করেন ২৯, সিকতান্দার রাজা ২৮, জিতেশ শর্মা ১৯। একসময় ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল পাঞ্জাব। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান আশুতোষ শর্মা ও শশাঙ্ক সিং। রীতিমতো ঝড় তুলে হায়দরাবাদের ওপর চাপ তৈরি করেন। দলকে অবশ্য শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি আশুতোষরা। ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে পাঞ্জাব। ২৫ বলে ৪৬ রান করে অপরাজিত থেকেন শশাঙ্ক সিং। ১৫ বলে অপরাজিত ৩৩ রান করেন আশুতোষ শর্মা। ভুবনেশ্বর কুমার ৩২ রানে ২ উইকেট নেন। প্যাট কামিন্স, টি নটরাজন, নীতীশ কুমার রেড্ডি ও জয়দেব উনাদকাট একটি করে উইকেট পান। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৬ পয়েন্ট হল হায়দরাবাদের। রইল পঞ্চম স্থানেই। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানেই দাঁড়িয়ে পাঞ্জাব কিংস।
❤ Support Us