Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৯, ২০২৪

আজ কলকাতা-বেঙ্গালুরুর দ্বৈরথ ছাপিয়ে উঠে আসছে কোহলি-গম্ভীরের লড়াই

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ কলকাতা-বেঙ্গালুরুর দ্বৈরথ ছাপিয়ে উঠে আসছে কোহলি-গম্ভীরের লড়াই

আজ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। তবে দুই দলের লড়াই থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের পুরনো বিবাদ। গতবছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টার থাকার সময় বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন গৌতম গম্ভীর। সেই বিবাদের রেশ আজ মাঠে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

প্রথম ম্যাচ জিতলেও আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের বিরুদ্ধে চাপ নিয়েই মাঠে নামতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। একদিকে যেমন ওপেনিং জুটি নিয়ে চিন্তা, তেমনই অস্বস্তিতে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বোলারদের অকাতরে রান বিতরণ। সবথেকে বেশি হতাশ করেছেন আইপিএলের সব থেকে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক। আজ কোহলি-ডুপ্লেসিদের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার বড় পরীক্ষা স্টার্কের সামনে। এছাড়া স্বদেশীয় ক্যামেরণ গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েলদেরও থামানোর চ্যালেঞ্জ নিতে হবে স্টার্ককে।

প্রথম ম্যাচে ওপেনিং জুটি নিয়ে ফাটকা খেলেছিল নাইট রাইডার্স। ফিল সল্টের সঙ্গে পাঠানো হয়েছিল সুনীল নারাইনকে। নারাইন ব্যর্থ। অধিনায়ক শ্রেয়স আয়ার, নীতিশ রানারাও রান পাননি। আন্দ্রে রাসেলের ঝড়ে বড় রান তুলতে সক্ষম হয়েছিল নাইটরা। আজও সেই রাসেলের দিকে তাকিয়ে নাইট টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। বিরাট কোহলি দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। প্রথম ম্যাচ জিতলেও গ্লেন ম্যাক্সওয়েলের ছন্দ নিয়ে চিন্তায় রয়েছে বেঙ্গালুরু শিবির। তা সত্ত্বেও দলের এই নির্ভরযোগ্য ব্যাটারের ওপর ভরসা রাখছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!