- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৮, ২০২৫
ধোনিদের বিরুদ্ধে চেন্নাইয়ে ১৭ বছরের শাপমুক্তিই লক্ষ্য বিরাট কোহলিদের

শেই ২০০৮ সালের প্রথম সংস্করণ থেকে শুরু। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে চিপকের মাঠে একবারও চেন্নাই সুপার কিংসকে হারাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শাপমুক্তির লক্ষ্যে আজ ধোনিদের বিরুদ্ধে মাঠে নামছেন বিরাট কোহলিরা। ঘরের মাঠে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করেছে ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই। অন্যদিকে, নাইট রাইডার্সকে প্রথম ম্যাচে হারিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামছে বেঙ্গালুরু। দুই দলের দ্বৈরথের থেকেই বেশি করে সামনে আসছে ধোনি ও কোহলির লড়াই।
ধোনি কিংবা কোহলি, কেউই দুই দলের অধিনায়ক নন। চেন্নাইয়ের নেতৃত্বে রয়েছেন যেমন ঋতুরাজ গায়কোয়া, তেমনই বেঙ্গালুরুর নেতৃত্বে রজত পতিদার। যদিও নেতৃত্বের অদৃশ্য ব্যাটন থাকবে ধোনি ও কোহলির হাতেই। দুজনের ক্ষুরধার মস্তিষ্ক এই ম্যাচে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যদিও এই ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামবে চেন্নাই, তাদের স্পিন শক্তির জন্য।
প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দাপট দেখিয়েছিলেন চেন্নাই স্পিনাররা। আইপিএলের অভিষেকেই ৪ উইকেট তুলে নিয়ে চমক দেখিয়েছেন আফগান স্পিনার নুর আমেদ। এছাড়াও রয়েছেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনাররা। চিপকের স্পিন সহায়ক বাইশ গজে কোহলিদের কিন্তু কঠিন পরীক্ষায় পড়তে হবে। যদিও এবছর বেঙ্গালুরুর ব্যাটিং যথেষ্টই শক্তিশালী। বিরাট কোহলি ছাড়াও রয়েছেন ফিল সল্ট, রতজ পতিদার, লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জিতেশ শর্মারা। এই ম্যাচে বাড়তি আকর্ষন বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির লড়াই।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, শিবম দুবে, সাম কারেন, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, নাথান এলিস, খলিল আহমেদ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পতিদার, দেবদত্ত পাড়িক্কল/ মোহিত রাঠি, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, রসিক সালাম দার/ ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, সূয়শ শর্মা।
❤ Support Us