Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৬, ২০২৪

আইপিএলের নিলামে নাইট রাইডার্সে‌ এবারও ব্রাত্য বাংলার ক্রিকেটাররা, ফেরানো হল বুড়ো রাহানেকে

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএলের নিলামে নাইট রাইডার্সে‌ এবারও ব্রাত্য বাংলার ক্রিকেটাররা, ফেরানো হল বুড়ো রাহানেকে

কলকাতা নাইট রাইডার্সের লক্ষ্য ছিল গতবারের চ্যাম্পিয়ন দলের কোর গ্রুপ ধরে রাখা। নিলামে সেই লক্ষ্যে নাইটরা যে অনেকটাই সফল, সেকথা বলা যায়। গতবছরের দলের ১১ জনকেই ধরে রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি অনেক নতুন ক্রিকেটারকেও তুলে নিয়েছে। সামগ্রিকভাবে তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণে দল গড়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে মাঠে নামলেই বোঝা যাবে দল কতটা শক্তিশালী হয়েছে। দল গুছিয়ে নিলেও এবারও ব্রাত্য বাংলার ক্রিকেটাররা।
প্রথম দিন নিলামে ১৩ জন ক্রিকেটারকে তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সবথেকে বেশি টাকা খরচ করে ফেলেছিল অলরাউন্ডার বেঙ্কটেশ আয়ারের পেছনে। ২৩.‌৭৫ কোটি টাকায় তাঁকে কিনে ভান্ডার অনেকটাই খালি করে ফেলেছিল। নিলামের দ্বিতীয় দিনের জন্য হাতে ছিল মাত্র ১০.০৫ কোটি টাকা। এই অর্থে ৩ বিদেশিসহ ১২ জনকে নিতে হবে। পরিকল্পনা করেই দ্বিতীয় দিন নিলামে ঝাঁপান নাইট কর্তারা।
মিডল অর্ডারের ঘাটতি মেটাতে শুরুতেই দেড় কোটি টাকায় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজের টি২০ দলের অধিনায়ক রভম্যান পাওয়েলকে। মিডল কিংবা লোয়ার অর্ডারে ঝড় তোলার ব্যাপারে পারদর্শী। মিচেল স্টার্কের জায়জায় একজন বাঁহাতি জোরে বোলারের দরকার ছিল। স্টার্কের ঘাটতি মেটাতে পাঞ্জাব কিংসের সঙ্গে লড়াই করে তুলে নেয় অস্ট্রেলিয়ার বাঁহাতি জোরে বোলার স্পেনসার জনসনকে। তাঁর পেছনে ২.‌৮০ কোটি টাকা খরচ করে নাইটরা। অষ্টম বিদেশির কোটা পূরণ করা হয়েছে মইন আলিকে নিয়ে। তাঁকে ২ কোটি টাকায় কিনেছে নাইটরা।
নিলামের দ্বিতীয় দিনে নাইট রাইডার্সের চমক উমরান মালিক। স্লগ ওভারে ঝড় তুলে দলে নিয়েছে জোরে বোলার উমরান মালিককে। বেস প্রাইস ৭৫ লক্ষ টাকায় তাঁকে পেয়ে গেছে নাইটরা। যদিও এই জোরে বোলারকে নিয়ে অন্য কোনও দলের আগ্রহ ছিল না। ফেরানো হয়েছে অজিঙ্ক রাহানেকে। তাঁকে ১.‌৫ কোটি টাকায় পেয়ে গেছে নাইইটরা। প্রথমে তিনি অবিক্রিত ছিলেন। রিটেনশনের তালিকায় না রাখা মণীশ পাণ্ডেকেও শেষবেলায় ৭৫ লক্ষ টাকায় তুলে নিয়েছে। প্রথমে অবিক্রিত থাকা অনুকূল রায়কে ৪০ লক্ষ টাকায় নিয়েছে নাইট রাইডার্স। ১২০ কোটি টাকার পার্স থেকে ১১৯.৯৫ কোটি টাকা খরচ করে মোট ২১ জনকে নিয়েছে নাইটরা হাতে রয়েছে ৫ লক্ষ টাকা।
একনজরে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার তালিকা: বেঙ্কটেশ আয়ার (২৩.৭৫ কোটি), রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারাইন (১২ কোটি), আনরিখ নোখিয়া (৬.৫০ কোটি), হর্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি), কুইন্টন ডি কক (৩.৬০ কোটি), অঙ্গকৃষ রঘুবংশী (৩ কোটি), স্পেনসার জনসন (২.৮০ কোটি), রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি), মইন আলি (২ কোটি), বৈভব অরোরা (১.৮০ কোটি), রভম্যান পাওয়েল (১.৫০ কোটি), অজিঙ্ক রাহানে (১.৫০ কোটি), উমরান মালিক (৭৫ লক্ষ), মণীশ পাণ্ডে (৭৫ লক্ষ), অনুকূল রায় (৪০ লক্ষ), লাভনীত সিসোদিয়া (৩০ লক্ষ), মায়াঙ্ক মার্কণ্ডে (৩০ লক্ষ)।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!