- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৮, ২০২৫
‘ব্রাত্য’ শার্দুলের দুরন্ত বোলিং, পুরানের ব্যাটে তাণ্ডব, হায়দরাবাদকে ৫ উইকেটে উড়িয়ে দিল লখনউ

চলতি আইপিএলে কোন দলের ব্যাটিং সবথেকে শক্তিশালী। লড়াইটা নিশ্চিতভাবেই সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে। হায়দরাবাদের যেমন রয়েছেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, নীতীশ রেড্ডি, হেনরিখ ক্লাসেনের মতো ব্যাটাররা, তেমনই লখনউয়ে রয়েছেন মিচেল মার্শ, নিকোলাস পুরান, এইডেন মার্করাম, ঋষভ পন্থ, আয়ূশ বাদোনিরা। সেয়ানে সেয়ানে লড়াইয়ে হায়দরাবাদকে টেক্কা দিয়ে গেল লখনউ। শার্দুল ঠাকুরের দুরন্ত বোলিং, নিকোলাস পুরানের দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ৫ উইকেটে জয় ঋষভ পন্থের দলের।
টস জিতে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শুরুতেই জ্বলে উঠেছিলেন শার্দুল ঠাকুর। এদিনও জ্বলে ওঠেন। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম ২ বলে তুলে নেন অভিষেক শর্মা (৬ বলে ৬) ও ঈশান কিশানকে (০)। অথচ আইপিএলের নিলামে ‘ব্রাত্য’ ছিলেন। ১৫ রানে ২ উইকেট হারানোর পর দলকে টেনে নিয়ে যান ট্রাভিস হেড। রবি বিষ্ণোইয়ের ষষ্ঠ ওভারে দু’বার জীবন পান। শেষ পর্যন্ত ২৮ বলে ৪৭ রান করে প্রিন্স যাদবের বলে বোল্ড হন হেড।
টপ অর্ডারের সেরা ৩ ব্যাটার আউট হয়ে গেলেও রানের রানের গতি কমেনি হায়দরাবাদের। নীতীশ রেড্ডি ও হেনরিখ ক্লাসেন দলকে এগিয়ে নিয়ে যান। দুর্ভগ্যজনকভাবে আউট হন হেনরিখ ক্লাসেন (১৭ বলে ২৬)। প্রিন্স যাদবের বলে জোরালো শট নিয়েছিলেন নীতীশ রেড্ডি। বল প্রিন্সের হাতে লেগে নন–স্ট্রাইকিং প্রান্তের উইকেট ভেঙে দেয়। সেই সময় ক্রিজের বাইরে ছিলেন ক্লাসেন। এরপর নীতীশ রেড্ডি (২৮ বলে ৩২), অঙ্কিত ভার্মা (১৩ বলে ৩৬), প্যাট কামিন্সরা (৪ বলে ১৮) হায়দরাবাদকে ১৯০/৯ রানে পৌঁছে দেয়। দুরন্ত বোলিং করে ৩৪ রানে ৪ উইকেট নেন শার্দুল ঠাকুর।
ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা ধায় লখনউ। দ্বিতীয় ওভারে এইডেন মার্করামকে (৪ বলে ১) তুলে নেন মহম্মদ সামি। দ্বিতীয় উইকেটের জুটিতে ১১৬ রান তুলে লখনউ–র জয়ের ভিত গড়ে দেন নিকোলাস পুরান ও মিচেল মার্শ। শুরু থেকেই ঝড় তুলেছিলেন নিকোলাস পুরান। ২৬ বলে ৭০ রান করে যখন আউট হন পুরান ৮.৪ ওভারে ১২০ রানে পৌঁছে গেছে লখনউ। ১ ওভারে পরেই ফেরেন মিচেল মার্শ (৩১ বলে ৫২)। আয়ূশ বাদোনি (৬ বলে ৬), ঋষভ পন্থের (১৫ বলে ১৫) ব্যর্থতা সত্ত্বেও চাপে পড়তে হয়নি লখনউকে। দলকে জয় এনে দেন মিলার (৭ বলে অপরাজিত ১৩), সামাদ (৮ বলে ২২)। ১৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলে ম্যাচ জিতে নেয় লখনউ।
❤ Support Us