Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৩১, ২০২৪

শ্রেয়স, স্টার্ককে ছেড়ে দিন নাইটরা, দিল্লি রাখল না ঋষভকেও

আরম্ভ ওয়েব ডেস্ক
শ্রেয়স, স্টার্ককে ছেড়ে দিন নাইটরা, দিল্লি রাখল না ঋষভকেও

দীর্ঘদিন পর দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়কেরই জায়গা হল না দলে!‌ হ্যাঁ, এটাই বাস্তব। গতবারের অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। কদিন ধরেই শোনা যাচ্ছিল শ্রেয়শকে ছেড়ে দেবে নাইটরা। সেটাই সত্যি হয়ে দাঁড়াল। গতবছর ২৪.‌৭৫ কোটি টাকা পাওয়া মিচেল স্টার্ককেও ছেড়ে দিয়েছে নাইটরা। পাশাপাশি দিল্লি ক্যাপিটালসও তাদের গতবারের অধিনায়ক ঋষভ পন্থকে ছেড়ে দিয়েছে। শ্রেয়স ও ঋষভ দুজনই এবছর নিলামে উঠবেন।

শুধু শ্রেয়স আয়ার কিংবা ঋষভ পন্থই নন, এবারের রিটেনশন তালিকায় জায়গা পাননি অনেক তারকা ক্রিকেটারই। যেমন গুজরাট টাইটান্স ছেড়ে দিয়েছে মহম্মদ সামিকে। জায়গা হয়নি ঋদ্ধিমান সাহারও। তেমনই লখনউ সুপার জায়ান্টস ধরে রাখেনি গতবারের অধিনায়ক লোকেশ রাহুলকে। অনেক ফ্র‌্যাঞ্চাইজিই এবছর নতুনভাবে দল সাজাতে চায়। যেমন পাঞ্জাব কিংস। অর্শদীপ সিংয়ের মতো টি২০ স্পেশালিস্ট বোলারকেও ছেড়ে দিয়েছে। মাত্র দুজন ক্রিকেটারকে ধরে রেখেছে পাঞ্জাব। মুম্বই ইন্ডিয়ান্স ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে, সবাই দেশি। কোনও বিদেশি ক্রিকেটারকে রিটেন করেনি।

বৃহস্পতিবার ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন। ১০টি ফ্র‌্যাঞ্চাইজিই বিকেল ৫ টার মধ্যে তালিকা জমা দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স যাদের ধরে রেখেছে তাঁরা হলেন:‌ সুনীল নারাইন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি) ও রামনদীপ সিংকে (৪ কোটি)। মুম্বই ইন্ডিয়ান্স ধরে রেখেছে যশপ্রীত বুমরা (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পাণ্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি) ও তিলক ভার্মাকে (৮ কোটি)।

চেন্নাই সুপার কিংস ধরে রেখেছে মহেন্দ্র সিং ধোনি (‌৪ কোটি)‌, ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি) ও রবীন্দ্র জাদেজাকে (১৮ কোটি)। গতবারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ ধরে প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতীশ কুমার রেড্ডি (৬ কোটি), হেনরিখ ক্লাসেনকে (২৩ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি)-কে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের রিটেনশন তালিকায় কোনও বিদেশি নেই। তারা ধরে রেখেছে মাত্র তিনজন ক্রিকেচারকে। বিরাট কোহলি (২১ কোটি) ছাড়া রিটেনশন তালিকায় রয়েছেন রজত পতিদার (১১ কোটি) ও যশ দয়াল (৫ কোটি)। গুজরাত টাইটান্সে মহম্মদ সামি, ঋদ্ধিমান সাহা, ডেভিড মিলারদের রিটেনশন তালিকায় জায়গা হয়নি। তালিকায় রয়েছেন রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫০ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াটিয়া (৪ কোটি) ও শাহরুখ খান (৪ কোটি)।

দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি) ও অভিষেক পোড়েলকে (৪ কোটি)। রাজস্থান রয়্যালসের রিটেনশন তালিকায় রয়েছেন সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি) ও সন্দীপ শর্মা (৪ কোটি)।

লখনউ সুপার জায়ান্টস ধরে রেখেছে নিকোলাস পুরাণ (২১ কোটি), রবি বিষ্ণোই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসীন খান (৪ কোটি), আয়ুষ বাদোনিকে (৪ কোটি)। পাঞ্জাব কিংস মাত্র ২জন ক্রিকেটারকে ধরে রেখেছে। এই দুজন হলেন শশাঙ্ক সিং (৫.৫ কোটি) ও প্রভসিমরণ সিং (৪ কোটি)। স্টিভ স্মিথকে নিলাম থেকে নিয়ে অধিনায়ক করতে পারে পাঞ্জাব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!