Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৯, ২০২৩

মঙ্গলবার আইপিএলের নিলাম, ফ্র‌্যাঞ্চাইজিগুলির নজর স্টার্ক, রাচিন, কামিন্সদের দিকে

আরম্ভ ওয়েব ডেস্ক
মঙ্গলবার আইপিএলের নিলাম, ফ্র‌্যাঞ্চাইজিগুলির নজর স্টার্ক, রাচিন, কামিন্সদের দিকে

মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ আইপিএলের নিলাম। ভারতীয় সময় দুপুর ১টায় নিলাম শুরু হবে। মোট ৩৩৩ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার। আর বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১১৯। ১০টি ফ্র‌্যাঞ্চাইজি মোট ৭৭ জন ক্রিকেটারকে নিলাম থেকে তুলে নেবে।
গত বছর আইপিএলের নিলামে চমক দেখিয়েছিলেন সাম কারেন। ইংল্যান্ডের এই অরলাইন্ডারকে ১৮ কোটি টাকায় কিনে নিয়েছিল পাঞ্জাব কিংস। এবছর নিলামে লড়াই জমে উঠতে পারে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার মিচেল স্টার্ক। ৯ বছর পর আবার আইপিএলের আসরে খেলার জন্য নাম নথিভূক্ত করেছেন এই অসি জোরে বোলার। বেস প্রাইস রেখেছেন ২ কোটি টাকা। তাঁকে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স ছাড়াও চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর ঝাঁপাতে পারে।
লড়াই জমে উঠতে পারে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ট্রাভিস হেডকে নিয়েও। দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজিকে নিয়েও ফ্র‌্যাঞ্চাইজিগুলির মধ্যে টানাটানি হতে পারে। দর কষাকষি হতে পারে ভারতীয় অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে নিয়েও। ভারতীয় জোরে বোলারদের মধ্যে হর্ষাল প্যাটেলকে নেওয়ার জন্যও বেশ কয়েকটা ফ্র‌্যাঞ্চাইজি ঝাঁপাতে পারে। ভারতীয় ব্যাটারদের মধ্যে শাহরুখ খানকে নিয়ে টানাটানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবারের নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নামছে গুজরাট টাইটান্স। তাদের হাতে রয়েছে ৩৮.‌১৫ কোটি টাকা। ৩৪ কোটি টাকা নিয়ে নিলামে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংসের হাতে আছে ৩১.৪ কোটি টাকা। ২৮.৯৫ কোটি‌ টাকা নিয়ে নামছে দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে ৩২.‌৭০ কোটি টাকা। মাত্র ১৩.‌৯ কোটি টাকা নিয়ে নিলামের আসরে নামবে লখনই সুপার জায়ান্টস। মুম্বই ইন্ডিয়ান্সের হাতে আছে ১৭.৭৫ কোটি টাকা। রাজস্থান রয়্যালস নিলামে ১৪.৫ কোটি টাকা খরচ করতে পারবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের হাতে রয়েছে ২৩.‌২৫ কোটি টাকা। ২৯.‌১০ কোটি টাকা নিয়ে নিয়ে নিলামে নামবে পাঞ্জাব কিংস।
২০২৪–এর আইপিএল শুরু হবে ২২ মার্চ। মে মাসের শেষ পর্যন্ত প্রতিযোগিতা চলবে। সামনের বছর মে মাসে লোকসভা ভোট হওয়ার কথা। লোকসভা ভোটের দিনক্ষণ দেখেই আইপিএলের সূচি তৈরি করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!