Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৯, ২০২৩

‌২০ লাখ থেকে ৮.‌৪০ কোটি!‌ নজির গড়ে ভাষা হারিয়ে ফেলেছেন ‘‌আনক্যাপড’‌ সমীর রিজভি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌২০ লাখ থেকে ৮.‌৪০ কোটি!‌ নজির গড়ে ভাষা হারিয়ে ফেলেছেন ‘‌আনক্যাপড’‌ সমীর রিজভি

বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। আর সেখান থেকে কিনা পৌঁছে গেলেন ৮ কোটি ৪০ লক্ষ টাকায়!‌ আইপিএলের নিলামের মঞ্চে দুর্দান্ত চমক দেখালেন উত্তরপ্রদেশের সমীর রিজভি। দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টসের সঙ্গে লড়াই করে তাঁকে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ফিনিশারের জায়গা পূরণ করার জন্যই উত্তরপ্রদেশের এই তরুণ ব্যাটারের জন্য শেষ পর্যন্ত ঝাঁপিয়েছে চেন্নাই। ‘‌আনক্যাপড’‌ ক্রিকেটারদের মধ্যে এবারের আইপিএল মঞ্চে সর্বোচ্চ দর পেলেন সমীর রিজভি।

হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ায় গুজরাট টাইটান্সের একজন ফিনিশারের দরকার ছিল। তাই সমীর রিজভির জন্য অলআউট ঝাঁপিয়েছিল গুজরাট। দিল্লির পাশাপাশি চেন্নাইও একজন ফিনিশার খুঁজছিল। ঘরোয়া ক্রিকেটে এখনও সেভাবে দেখা যায়নি সমীরকে। তবে উত্তরপ্রদেশ টি২০ লিগের প্রথম সংস্করণেই দারুণ নজর কেড়েছেন সমীর। কানপুর সুপারস্টারসের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেন। প্রতিযোগিতায় ৯ ম্যাচে করেন করেন ৪৫৫ রান। এর মধ্যে রয়েছে দু’‌দুটি সেঞ্চুরি।

উত্তরপ্রদেশ টি২০ লিগে তাঁর পারফরমেন্স দেখে গুজরাট, পাঞ্জাব ও চেন্নাই সমীরকে ট্রায়ালে ডেকেছিল। কিন্তু উত্তরপ্রদেশের অনূর্ধ্ব ২৩ দলের খেলা থাকায় কোনও ফ্র‌্যাঞ্চাইজির ট্রায়ালেই যেতে পারেননি। অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্টে রাজস্থানের বিরুদ্ধে একদিনের ম্যাচে ৬৫ বলে ৯১ রানের ইনিংস খেলেন। উত্তরপ্রদেশ জেতাতে ফাইনালে ৫০ বলে ৮৪ রানের ইনিংস খেলে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারীও হন। ট্রায়াল মিস করা সেই সমীরই আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে চমকপ্রদ দর পেলেন। সমীর রিজভিকে অনেকে ডানহাতি রায়না বলে ডাকেন। তাঁর ব্যাটিং স্টাইল, বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তাঁর বড় শট খেলার দক্ষতা অনেকটা সুরেশ রায়নার মতো।

নিলামে তাঁর যে ৮.‌৪০ কোটি টাকা দর উঠেছে, বিশ্বাসই করতে পারছেন না সমীর রিজভি। রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছেন উত্তরপ্রদেশের এই তরুণ ব্যাটার। তিনি বলেন, ‘ভাবতেই পারিনি নিলামে আমার এত টাকা দর উঠবে। আমি বিশ্বাসই করতে পারছি না। সবটাই আমার কাছে অবাস্তব মনে হচ্ছে। আমার হজম করতে সময় লাগবে। আমি রীতিমতো ঘোরের মধ্যে রয়েছি। আমার এই অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!