- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১২, ২০২৪
সুপার এইটে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা।বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কার স্বপ্ন। সুবিধাজনক জায়গায় বাংলাদেশ, পাকিস্তান

কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে পাকিস্তানের পরিসংখ্যান বেশ ভাল। ১৯৯২ একদিনের বিশ্বকাপে তো চূড়ান্ত কোনঠাসা অবস্থা থেকে ফিরে এসে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারের টি২০ বিশ্বকাপে শেষ পর্যন্ত কী হবে, তা ভবিষ্যতই বলবে। তবে মরণবাঁচন ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান।
নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কানাডাকে প্রথমে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ২০ ওভারে ৭ উইকেটে ১০৬ রানের বেশি তুলতে পারেনি কানাডা। সর্বোচ্চ রান করেন জনসন (৪৪ বলে ৫২)। দুরন্ত বোলিং করে মহম্মদ আমির ১৩ রানে ২ উইকেট নেন। ২৬ রানে ২ উইকেট নেনে হ্যারিস রউফ। শাহিন আফ্রিদি ও নাসিম শাহ ১টি করে উইকেট নেন।নেট রান রেটে মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকাতে হলে ১৩.৫ ওভারের মধ্যে জিততে হত পাকিস্তানকে। কিন্তু ব্যাটিংয়ের কঠিন উইকেটে আক্রমণাত্মক হতে পারেননি পাক ব্যাটাররা। ১৭.৩ ওভারে ১০৭/৩ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
অন্যদিকে নামিবিয়ার বিরুদ্ধে জিতলেই সুপার এইট নিশ্চিত। আর সেই কাজটা সহজেই করে ফেলল অস্ট্রেলিয়া। নামিবিয়াকে ৯ উইকেটে উড়িয়ে সুপার এইটে পৌঁছে গেল অসিরা। অস্ট্রেলিয়ার পাশাপাশি এদিন সুপার এইটের ছাড়পত্র পেয়ে গেল দক্ষিণ আফ্রিকাও। বৃষ্টিতে শ্রীলঙ্কা ও নেপাল ম্যাচ ভেস্তে যাওয়াতেই দক্ষিণ আফ্রিকার সুপার এইট নিশ্চিত হয়ে যায়।দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের কাছে পরপর দুটি ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের আশঙ্কায় ছিল শ্রীলঙ্কা। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে গেলে নেপাল ও হল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে জিততেই হত। পাশাপাশি অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হত। কিন্তু বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কার স্বপ্ন। ফ্লোরিডার লডারহিলে বৃষ্টির জন্য শ্রীলঙ্কা–নেপাল ম্যাচে একবলও খেলা হল না। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় শ্রীলঙ্কার সুপার এইটে ওঠার সম্ভাবনা শেষ। আর এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। সুবিধা হয়ে গেল বাংলাদেশের।
❤ Support Us