- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৮, ২০২৪
শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ ম্যাচ কঠিন করে নাটকীয় জয় বাংলাদেশের

জেতা ম্যাচ হাতছাড়া করার ব্যাপারে বাংলাদেশের দারুণ সুনাম আছে। সহজ ম্যাচ কঠিন করে জেতার ব্যাপারেও অনেক নজির আছে। সেই রকমই একটা ঘটনার সাক্ষী হয়ে থাকল টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। যদিও এদিন জেতা ম্যাচ হাতছাড়া করতে হয়নি বাংলাদেশকে। তবে সহজ ম্যাচ কঠিন করে জেতার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখল। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে নাটকীয় জয় তুলে নিল বাংলাদেশ।
জয়ের জন্য বাংলাদেশের শেষ ৪ ওভারে দরকার ছিল ১৭ রান হাতে ৫ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এইরকম পরিস্থিতিতে হারা খুবই কঠিন। কিন্তু সেটাই হতে যাচ্ছিল বাংলাদেশের। অবশেষে স্নায়ুচাপ ধরে রেখে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে নাটকীয় জয় এনে দেন মাহমুদুল্লাহ। ১৩ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ৬ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের ২২ গজে ব্যাট করা যথেষ্ট কঠিন ছিল। যদিও ভাল শুরু করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশঙ্কা ও কুশল মেন্ডিস। তাসকিন আমেদের বলে ১০ করে আউট হন কুশল মেণ্ডিস। এরপর কামিন্দু মেন্ডিসকে ফেরান মুস্তাফিজুর রহমান। ধনঞ্জয় ডিসিলভা ও পাথুম নিশঙ্কা দলকে টেনে নিয়ে যান। এই সময় শ্রীলঙ্কার রান তোলার গতি যথেষ্ট ভাল ছিল। ২৮ বলে ৪৭ রান করে মুস্তাফিজুরের বলে পাথুম নিশঙ্কা আউট হওয়ার পর রান তোলার গতি স্লথ হয়ে যায়। আসালঙ্কা (২১ বলে ১৯)আউট হওয়ার পর ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা। দুরন্ত বোলিং করে ১৭ রানে ৪ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ২২ রানে ৩ উইকেট নেন রিশাদ হোসেন।
ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। ২ ওভারের মধ্যে সৌম্য সরকার (০) ও তানজিদ হাসানকে (৩) হারায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও (৭) দ্রুত ফেরেন। ২৮ রানে ৩ উইকেট হারানোর পর দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান লিটন দাস ও তৌহিদ হৃদয়। ৯১ রানের মাথায় তৌহিদ হৃদয় (২০ বলে ৪০) আউট হতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। পরপর ফিরে যান লিটন দাস (৩৮ বলে ৩৬) সাকিব আল হাসান (৮), রিশাদ হোসেন (১) ও তাসকিন আমেদ (০)। ১১৩ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর চাপের মুখে দলকে জয় এনে দেন মাহমুদুল্লাহ। শ্রীলংকার হয়ে দুরন্ত বোলিং করে ১৮ রানের চার উইকেট নেন নুয়ান তুসারা।
❤ Support Us