Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৮, ২০২৪

দুরন্ত রশিদ খানরা, নিউজিল্যান্ডকে উড়িয়ে সুপার এইটের পথে আফগানিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
দুরন্ত রশিদ খানরা, নিউজিল্যান্ডকে উড়িয়ে সুপার এইটের পথে আফগানিস্তান

গায়ানায় অনুকুল পরিবেশ পেয়ে জ্বলে উঠলেন রশিদ খানরা। নিউজিল্যান্ডকে ৮৪ রানে উড়িয়ে সুপার এইটে রাস্তা অনেকটাই নিশ্চিত করে ফেলল আফগানিস্তান। আফগানিস্তানের জয়ের নায়ক অধিনায়ক রশিদ খান। জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দুরন্ত বোলিং করে ১৭ রানে ৪ উইকেট তুলে নেন রশিদ খান। ফজলেহল ফারুকিও ১৭ রানে ৪ উইকেট নেন। আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে বিপক্ষের বোলিং নিয়ে আতঙ্কে ছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর আশঙ্কাই সত্যি হল।
গায়ানায় টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে ১০৩ রান তোলে আফগানিস্তান। ৪১ বলে ৪৪ রান করে আউট হন ইব্রাহিম জাদরান। ৫৬ বলে সর্বোচ্চ ৮০ রান করেন আর এক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। আজমাতুলল্লাহ জাজাই করেন ২২ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৯/‌৬ তোলে আফগানরা। ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।
ব্যাট করতে নেমে প্রথম বলেই ফিন অ্যালেনের (‌০)‌ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কিউয়িরা। ডেভন কনওয়ে (‌৮)‌, কেন উইলিয়ামসন (‌৯)‌, ড্যারিল মিচেলরা সবাই ব্যর্থ। সর্বোচ্চ রান আসে গ্লেন ফিলিপের ব্যাট থেকে। ম্যাট হেনরি করেন ১২। এই দুই ব্যাটার ছাড়া আর কেউ দু’‌অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ১৫.‌২ ওভারে মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় কিউয়িরা। দুরন্ত বোলিং করে নিউজিল্যান্ডের টপ অর্ডারে ভাঙন ধরান ফজলহক ফারুকি। ৩.‌২ ওভার বোলিং করে ১৭ রানে ৪ উইকেট তুলে নেন তিন। ৪ ওভারে ১৭ রান খরচ করে ৪ উইকেট নেন রশিদ খানও।
টি২০ বিশ্বকাপে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় জয় আফগানিস্তানের। নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে যাওয়ার রাস্তা অনেকটাই পরিস্কার করল আফগানরা। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ১২৫ রানে হারিয়েছিল। পরপর ২ ম্যাচে বড় ব্যবধানে জিতে নেট রানরেট অনেকটাই বাড়িয়ে নিল। শেষ দুই ম্যাচ পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একটা ম্যাচ জিতলেও সুপার এইট পর্ব নিশ্চিত করবে আফগানিস্তান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!