Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ৭, ২০২৩

হিজাব বিরোধী আন্দোলন দমন করতে আরও দুই তরুণের প্রাণ নিল তেহরান

আরম্ভ ওয়েব ডেস্ক
হিজাব বিরোধী আন্দোলন দমন করতে আরও দুই তরুণের প্রাণ নিল তেহরান

ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ থামবার এখনই কোনো লক্ষণ নেই। সরকার বিরোধী আন্দোলনের জেরেই প্রাণদণ্ড দেওয়া হল দেশের দুই প্রতিবাদী তরুণকে।

সংবাদ মাধ্যমসূত্রে খবর, শনিবার মহম্মদ মেহেদি কারেমি ও সৈয়দ মহম্মদ হুসেইনি নামক দুই তরুণকে ফাঁসি দেয় তেহরান। দুইজন নিরাপত্তা রক্ষীকে হত্যার অভিযোগে তাদের গত মাসেই মৃত্যুদণ্ডর আদেশ দিয়েছিল নিম্ন আদালত। যা সারা বিশ্বে এক তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে অভিযুক্ত দুই ব্যক্তি সর্বোচ্চ আদালতে আপিল করলে সর্বোচ্চ আদালতও তাদের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে। উল্লেখ্য, এর আগে ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ইরান সরকার।

প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর হিজাব না পরার অভিযোগে মাহশা আমিনি নামে এক মহিলাকে আটক করেছিল ইরানের পুলিশ। তাকে গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হয় থানায়। ঘণ্টা দুই পরে তার পরিবারকে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মাহশা। কিন্তু মাহশার পরিবার অভিযোগ করে যে, তাকে খুন করা হয়েছে। মাহশার মৃত্যুর পরেই ইরানে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। এর পর ধীরে ধীরে সেই হিজাব-বিরোধী বিক্ষোভ ইরান সরকারের স্বৈরাচারী শাসনের অবসান চেয়ে আন্দোলনে পরিণত হয়। তাতে অংশ নেন পুরুষেরাও। পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করতে সক্রিয় হয় প্রশাসন। ফলে বহু জায়গায় জাতীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সরাসরি সংঘাত সৃষ্টি হয়। আজকের এই এই দুই প্রতিবাদীর মৃত্যু হিজাব বিরোধী আন্দোলনকে আরও তীব্রতর করবে বলবে বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা।


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
error: Content is protected !!