Advertisement
  • বি। দে । শ
  • আগস্ট ১, ২০২৪

হানিয়ার হত্যার প্রতিশোধ এবার ক্ষেপনাস্ত্র হামলায়, ইজরায়েলকে হুমকি খামেনির

আরম্ভ ওয়েব ডেস্ক
হানিয়ার হত্যার প্রতিশোধ এবার ক্ষেপনাস্ত্র হামলায়, ইজরায়েলকে হুমকি খামেনির

বুধবার তেহরানে ইজরায়েলের কট্টরপন্থী সংগঠন জায়নবাদীর হামলায় নিহত হয়েছেন হামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়া। হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে ইজরায়েলের ওপর সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনই খবর প্রকাশিত হয়েছে বিশ্বের প্রথম সারির সংবাদপত্র ‌নিউইয়র্ক টাইমসে।

ইসমাইল হানিয়ে নিহত হওয়ার পরপরই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসে। সেই বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনি এই নির্দেশ জারি করেন। ইরান এবং হামাস হানিয়ের হত্যাকাণ্ডের জন্য ইজরাইলকে অভিযুক্ত করেছে। যদিও ইজরাইল হানিহার হত্যাকাণ্ডে যুক্ত থাকার বিষয়টি নিশ্চিতও করেনি, আবার অস্বীকারও করেনি। ইরানের রাষ্ট্রীয় প্রেস টিভি জানিয়েছে যে, খামেনি তেহরানে হানিয়ার জানাজার নামাজের ইমামতি করবেন।

ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষকর্তা ইঙ্গিত দিয়েছেন যে, সামরিক কমান্ডাররা তেল আবিব এবং হাইফার কাছে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কথা ভাবা হচ্ছে। ইয়েমেন, সিরিয়া এবং ইরাক থেকে মিত্র বাহিনীকে নিয়ে একটা বিস্তৃত আক্রমণের পরিকল্পনাও করছে ইরান। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিপ্লবী গার্ডসহ অন্যান্য কর্মকর্তারা খোলাখুলিভাবে ইজরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পক্ষে মতপ্রকাশ করেছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার ওপর তাঁরা জোর দিয়েছেন।

এদিকে, সার্বভৌম জাতি হিসেবে ইরানের আত্মরক্ষা করার অধিকার আছে কিনা এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ–মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘‌১৯৭৯ সাল থেকে ইরান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ঘাঁটি। এখান থেকে সন্ত্রাসবাদী তৈরি হয়। নিজের দেশের সাধারণ মানুষদের দমন করার পাশাপাশি পুরো অঞ্চল জুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থ যোগান, প্রচার এবং উৎসাহিত করার ব্যাপারে ইরানের ট্র্যাক রেকর্ড রয়েছে।’ ইরানের হুমকির সামনে ইজরায়েলকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!