Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • সেপ্টেম্বর ১৭, ২০২৪

‌হিজাব ও স্কার্ফ পরার ব্যাপারে নীতি পুলিশ আর মহিলাদের বিরক্ত করবে না, জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
‌হিজাব ও স্কার্ফ পরার ব্যাপারে নীতি পুলিশ আর মহিলাদের বিরক্ত করবে না, জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের নীতি পুলিশ হিজাব ও স্কার্ফ পরার ব্যাপারে মহিলাদের আর বিরক্ত করবে না। এমনই জানিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। জাতিসঙ্ঘ এই ব্যাপারে সতর্ক করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছিনে তিনি।
হিজাব না পরার জন্য ২ বছর আগে মাসা আমিনিকে গ্রেফতার করেছিল ইরানের নীতি পুলিশ। এরপর তাঁর ওপর নিদারুণ অত্যাচার করা হয়। পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছিল ২২ বছর বয়সী মাসা আমিনির। তাঁর মৃত্যুতে গোটা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল। আন্তর্জাতিক ক্ষেত্রেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। তারপর থেকেই জাতিসঙ্ঘ ইরানের ওপর চাপ বাড়ায়। জাতিসঙ্ঘ গত সপ্তাহে বলেছে যে, ইরানের সরকার সেই সময় থেকেই মহিলাদের অধিকারকে দমন করতে তীব্র প্রচেষ্টা চালিয়েছে। মাসা আমিনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে অবশেষে মহিলাদের হিজাব পরার ব্যাপারে শিথিলতা দেখানোর সিদ্ধান্ত নিল ইরান সরকার।
সোমবার মাসুদ পেজেশকিয়ান বলেন, নীতি পুলিশের রাস্তায় আর মহিলাদের মুখোমুখি হওয়া উচিত নয়। এক মহিলা প্রতিবেদক পেজেশকিয়ানের সাক্ষাৎকার নেওয়ার সময় বলেছিলেন, সাংবাদিক সম্মেলনে যাওয়ার সময় পুলিশ ভ্যান এড়াতে তিনি অন্য পথ ধরেছিলেন। পেজেশকিয়ান ওই মহিলা প্রতিবেদককে জিজ্ঞাসা করেছিলেন যে, রাস্তায় পুলিশ ছিল কিনা। এরপর তিনি মহিলা প্রতিবেদককে বলেন, ‘‌নীতি পুলিশ যাতে মহিলাদের বিরক্ত না করে, এই ব্যাপারটা আমি ফলোআপ করব।’‌ পেজেশকিয়ানকে সংস্কারবাদী নেতা হিসাবে মনে করা হয়।
পেডেশকিয়ানের এই মন্তব্য ইরানের প্রধান রাষ্ট্রীয় টিভি নেটওয়ার্কগুলিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। মহিলা সাংবাদিকের সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিও ক্লিপটি অনলাইনে ভাইরাল হয়েছে। অতিরক্ষণশীল ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হয়ে জুলাই মাসে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল পেজেশকিয়ানের প্রথম সাংবাদিক সম্মেলন।
নির্বাচনী প্রচারের সময় সময় তিনি বাধ্যতামূলক হিজাব, স্কার্ফ প্রয়োগকারী পুলিশ টহলের বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশের দীর্ঘস্থায়ী ইন্টারনেট নিয়ন্ত্রণ সহজ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ২০২২ সালে দেশব্যাপী মহিলাদের অধিকার প্রতিষ্ঠা ব্যাপারে বিক্ষোভের পর ইরান সরকার সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি বাড়ায়। এদিন পেজেশকিয়ানের সাংবাদিক সম্মেলনে অনেক মহিলা সাংবাদিককে হিজাব ছাড়াই দেখা যায়। তবে অনেকের মাথায় আলগা আচ্ছাদন ছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!