Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২১, ২০২৩

স্বৈরতন্ত্রের নির্লজ্জ উল্লাস! রুশদির হত্যাকারীকে জমি পুরস্কারের ঘোষণা খোমেইনি প্রশাসনের

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বৈরতন্ত্রের নির্লজ্জ উল্লাস! রুশদির হত্যাকারীকে জমি পুরস্কারের ঘোষণা খোমেইনি প্রশাসনের

গুপ্ত ঘাতকের হামলায় বিপর্যস্ত সলমন রুশদির স্বাভাবিক জীবন । বেজায় খুশি ইরান সরকার। আমেরিকার নিউইয়র্কে লেখককে হত্যার প্রচেষ্টায় যুক্ত হাদি মাতারকে পুরস্কৃত করবার কথা ঘোষণা করল খোমেইনির প্রশাসন। দেওয়া হবে ১০০০ বর্গমিটার জমি।

সংবাদ সংস্থার খবর,ইরানের সরকারি সাহায্যপ্রাপ্ত একটি ট্রাস্ট রুশদির হত্যাকারীকে হাজার বর্গমিটার কৃষিজমি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও রুশদির উপর আক্রমণকারী ২৫ বছরের হাদি এখন নিউ ইয়র্কের একটি জেলে বন্দি। এ প্রসঙ্গে ট্রাস্টের প্রধান মহম্মদ জারেই বলেছেন হাদি নিজে উপস্থিত না হতে পারলেও কোন অসুবিধা নেই। তাঁর মনোনীত কোনো প্রতিনিধির হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার। রুশদি এখন কার্যত জীবন্মৃত। বীরোচিত আক্রমণের ফলেই এমনটা সম্ভব হয়েছে। তাই হাদি মাতায়কে পুরস্কার প্রদানের পথে হাঁটছে ইরানের সর্বোচ্চ ধর্মগুরুর নামাঙ্কিত সংস্থা।

মুক্তচিন্তার প্রকাশের জন্য সাহিত্যিক মহলে সমাদৃত রুশদি। আবার বিতর্কের শিরোনামেও থেকেছেন নিজের স্পষ্ট বক্তব্যের জন্য। নেমে এসেছে মৌলবাদীদের শাস্তির খাঁড়া। ১৯৮৮সালে ‘স্যাটানিক ভার্সেস’ প্রকাশের সময় থেকেই বিতর্ক তাঁর চিরসঙ্গী। তাঁর গ্রন্থে ইসলামের নবী মহম্মদকে অসম্মান করা হয়েছে, এ অভিযোগে তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করে মৌলবাদীরা। কিন্তু ধর্মের ষাঁড়েদের নিষ্ফল আক্রোশ থামাতে পারেনি তাঁর কলমকে। তারপরও প্রকাশিত হয়েছে তাঁর একাধিক গ্রন্থ । এমনকি সম্প্রতি হামলার আতঙ্ক কাটিয়ে প্রকাশ করেছেন তাঁর নতুন উপন্যাস ‘ভিক্ট্রি সিটি’। মুক্তচিন্তার এত বড়ো সেনানীর শারীরিক ও মানসিক বিপর্যয় ধর্মান্ধদের নির্বোধ উদযাপনের কারণ হয়ে উঠবে তা বলা বাহুল্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!