- বৈষয়িক
- আগস্ট ১৯, ২০২২
যাত্রীদের তথ্য বিক্রি করতে চায় আইয়ারসিটিসি। খোঁজ চলছে কন্সালটানন্টের।

চিত্র সংগৃহীত
যাত্রীদের তথ্য বিক্রি করতে চায় ভারতীয় রেলওয়ের টিকিট বুকিং শাখা, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। এবিষয়ে সহায়তার জন্য পরামর্শকারী সংস্থার খোঁজে সম্প্রতি দরপত্র আহ্বাবান করেছে তারা। তথ্য বি্ক্রির করে একহাজার কোটি টাকা আয় করতে চায় ভারতীয় রেলের টিকিট বুকিং সংস্থা।
যাত্রীদের তথ্য বিক্রির উদ্দ্যোগ ভারতে এই প্ৰথম। আইআরসিটিসি ইতিমধ্যেই বেসরকারি এবং সরকারি সংস্থার গুলিকে বিক্রি করতে শুরু করেছে।উদ্যোগটি গ্রহণের পর, ইতিমধ্যেই শেয়ার বাজারে আইআরটিসির স্টক বৃদ্ধি পেয়েছে প্রায় ৪ শতাংস।যদিও যাত্রীদের ব্যক্তিগত তথ্য বিক্রির ফলে, কোথাও তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা, সে বিষয়ে উঠেছে প্রশ্ন।
❤ Support Us