শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
রেশন বন্টনে স্বচ্ছতা বাড়াতে বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন বন্টনের জন্যে রেশন প্রাপকদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ হয়েছে। তবে তার পরেও সমস্যা সমাধান হচ্ছে না। অনেক ক্ষেত্রেই আঙুলে কোনও দাগ থাকলে আঙুলের ছাপ নিয়ে তাতে প্রযুক্তিগত ত্রুটি হচ্ছে। এই কারণেই আঙুলের ছাপ মিলছে না বায়োমেট্রিক তথ্যের সঙ্গে। এই সমস্যার জন্য কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে রেশন পাওয়ার জন্য রেশন গ্রাহকদের চোখের মণির নমুনা মিলিয়ে তার পরেই রেশন দেওয়া হবে। যদি চোখের মণির নমুনা না মেলে, তাহলে প্রামাণ হবে যিনি রেশন নিতে এসেছেন,তিনি যোগ্য রেশন প্রাপক নয়, সেক্ষেত্রে তাঁকে রেশন দেওয়া হবে না। চোখের মণির নমুনা পরীক্ষা বা আইরিস স্ক্যান ছাড়াও রেশন প্রাপকের মোবাইলে ওটিপি পাঠিয়েও গ্রাহককে চিহ্নিত ও নিশ্চিত করার ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র।
রেশন বন্টনে স্বচ্ছতা আনতে এই নতুন দু’টি নিয়ম কার্যকর হলে আঙুলের ছাপ না মিললেও, সরকারের ডেটাবেসে থাকা চোখের মণির নমুনার সঙ্গে রেশন প্রাপকের চোখের মণির নমুনা মিলিয়ে গ্রাহককে চিহ্নিত করা যাবে। খুব দ্রুত এই ব্যবস্থা কার্যকর হতে চলেছে। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে রেশন ডিলারদের কাছে। তবে এর জন্য আঙুলের ছাপ মিলিয়ে দেখার যন্ত্রের পাশাপাশি এবার থেকে প্রতিটি রেশন দোকানে চোখের মণি স্ক্যান করার মেশিন বসাতে হবে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34