Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • মার্চ ২০, ২০২৩

রুশ ইউক্রেন যুদ্ধ রোধেও কী মধ্যস্ততায় চিন? সিএর মস্কো সফর ঘিরে শুরু জল্পনা।পুতিন সেনা প্রত্যাহার না করলে শান্তি আলোচনা সম্ভব নয়, জেলনেস্কির স্পষ্ট প্রতিক্রিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
রুশ ইউক্রেন যুদ্ধ রোধেও কী মধ্যস্ততায় চিন? সিএর মস্কো সফর ঘিরে শুরু জল্পনা।পুতিন সেনা প্রত্যাহার না করলে শান্তি আলোচনা সম্ভব নয়, জেলনেস্কির স্পষ্ট প্রতিক্রিয়া

মস্কো সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে জিনপিং সোমবার মস্কোয় এসে পৌঁছেছেন। ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে রাশিয়া বিনা বলা-কওয়ায় ইউক্রেনে হামলা চালানোর পরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রথম তিনদিনের জন্যে রাশিয়ায় সফরে এলেন।

রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ থামাতে শি জিনপিংয়ের রাশিয়া সফর কার্যকরী হবে কিনা তা নিয়ে লাগাতারভাবে প্রশ্ন উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলি মনে করছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অস্ত্রশস্ত্র জুগিয়ে সহযোগিতা করার রাস্তা বেছে নিয়েছে চিন। মার্কিন গোয়েন্দারা গত মাসে এই অভিযোগ তুলে এও জানান, বিষয়টি যদিও এখনও চূড়ান্ত হয়নি। তবে এর জেরে ইউক্রেনে যুদ্ধ থামাতে চিনের ভূমিকা আদৌ কতদূর পর্যন্ত ইতিবাচক হবে, পশ্চিমী দেশগুলির নেতারা প্রশ্ন তুলে্ছেন তা নিয়েও।

এদিকে বেজিং রাশিয়া বনাম ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর জন্যে গত ফেব্রুয়ারিতে উদ্যোগ নেয়। এব্যাপারে চিনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই যুদ্ধের ফলে কোনও দেশই লাভবান হবে না। সেই অনুযায়ী গত মাসে চিন পরিকল্পনা সাজিয়েছে। সেই পরিকল্পনায় বলা হয়েছে, রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা চাপিয়েছে পশ্চিমী দেশগুলি, তা প্রত্যাহার করা হোক। এছাড়া নিউক্লিয়ার প্ল্যান্টগুলিকে নিরাপদ রাখার পাশাপাশি পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধিতা করা হয়েছে। এছাড়া ওই পরিকল্পনায় এও বলা হয়েছে, ঠান্ডা যুদ্ধের মানসিকতা থেকেও সরে আসতে হবে।

যুদ্ধ থামাতে চিনের পরিকল্পনা সত্ত্বেও ইউক্রেনের ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে, রাশিয়া সেনা প্রত্যাহার করলেই তা ইউক্রেনে শান্তি ফেরানোর বাস্তবোচিত উপায় হতে পারে।

চিন শান্তি ফেরাতে উদ্যোগী হলেও পশ্চিমী দেশগুলি চিনের এই পদক্ষেপকে রেয়াত করতে নারাজ। তাদের মতে, রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধে চিনের ভূমিকা একেবারেই নিরপেক্ষ নয়। কেননা এপর্যন্ত রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরোধিতা করেনি চিন।

সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, তিনদিনের রাশিয়া সফরে শি জিনপিং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে পারেন। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে এই প্রথম জিনপিংয়ের সঙ্গে জেলেনস্কির কথা হবে যদি এই ভার্চুয়াল বৈঠকটি হয়। তবে এই বৈঠক আদৌ হবে কিনা তা নিয়ে জল্পনায় জল ঢেলে চিন ও ইউক্রেন দু’তরফই জানিয়েছে, এধরনের বৈঠকের কোনও সম্ভাবনা নেই। একই কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও।

ওয়াকিবহাল মহল মনে করছে, আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিপ্রক্রিয়া বহাল রাখতে চিন নিজেকে মেলে ধরতে চাইছে। সৌদি আরবের সঙ্গে ইরানের তিক্ত সম্পর্ক সম্প্রতি চিনের মধ্যস্থতার পরে জোড়া লাগতে চলেছে। এরপরেই খবর রটে রাশিয়া ও ইউক্রেনের ক্ষেত্রেও একই ধরনে অগ্রণী ভূমিকা নিতে পারে চিন।

সূত্রের খবর, পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের আলোচনায় ইউক্রেনের যুদ্ধ প্রাধান্য পেতে চলেছে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই রাশিয়া সফরকে চিন ‘বন্ধুত্ব, সহযোগিতা এবং শান্তি’র লক্ষ্যে সফর হিসেবে আখ্যা দিয়েছে।

এরপর রাশিয়ার অবস্থান কী হয় আর জল কোনদিকে গডাবে এখন সেটাই দেখার। এই সফরের পরে চিন-রাশিয়ার সম্পর্ক একপেশে থাকবে কিনা দেখার তাও। কেননা ইউক্রেন জোরালো দাবি জানিয়েছে, শান্তিপ্রক্রিয়া তখনই শুরু হতে পারে, যদি রাশিয়া ইউক্রেনের মাটি থেকে সেনা সরিয়ে নেয়।


  • Tags:

Read by: 95 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা