- দে । শ
- মার্চ ১০, ২০২২
মায়াপুর ইসকনে বিদেশিনী-সহ ২ ভক্তের দেহ উদ্ধার
নৌকাবিহারে বিপত্তি! প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান । মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে আধিকারিকরা।

নদিয়ার মায়াপুরের ঘটনা । এক বিদেশিনী-সহ দুই ভক্তের দেহ উদ্ধার নদীর পাড় থেকে। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য । নদীতে ডুবে তাঁদের প্রাণহানি হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছেন পুলিশ। মায়াপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকরা দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। রিপোর্ট হাতে আসার পরই জানা যাবে ঘটনার সত্যতা।
নিহতেরা হল বছর একুশের বিশ্বরূপ দাস এবং লীলা অবতার দাস নামে বছর পঁয়ত্রিশের এক বিদেশিনী। তাঁরা দু’জনেরই মায়াপুর ইসকনের ভক্ত। বুধবার সন্ধেয় সান্ধ্য ভ্রমণে গিয়েছিলেন তিনি। সম্ভবত সেই সময় নৌকা থেকে নদীতে একজন পড়ে যান। তাঁকে উদ্ধার করতে গিয়ে আরও একজনও তলিয়ে যায়। স্থানীয়রা পুলিশের খবর পাঠান। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ।
শুরু হয় খোঁজাখুঁজি। রাত সাড়ে দশটা নাগাদ নদীর ধারে এক যুবকের দেহ ভেসে উঠতে দেখা যায়। ঘণ্টাখানেক পর ওই বিদেশিনীর দেহও ভেসে ওঠে। তারপর ওই দু’জনকে উদ্ধার করে মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁদের মৃত বলে জানান।ইসকনের একজন ভক্তের কথায়, ‘আমি মন্দির থেকে সাড়ে ৮টা নাগাদ নদীর ধারে আসি। দেখি নদীর পাশে যুবকের দেহ পাওয়া যায়। কিছুক্ষণ পর বিদেশিনীর দেহ উদ্ধার হয়। মহাপ্রভুর আবির্ভাব তিথির আগে এই ঘটনায় মনখারাপ হয়ে গেল।’আজ সকালে মায়াপুর গ্রামীণ হাসপাতাল থেকে দেহ দু’টি ময়নাতদন্তের জন্য নবদ্বীপ থানায় পাঠান হয়। মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
❤ Support Us