- এই মুহূর্তে দে । শ
- জুন ১৪, ২০২৩
শান্তিতে নির্বাচনের আর্জিতে নবান্নে দরবার। ব্যস্ত মুখ্যমন্ত্রী, তাই দেখা হল না। ফিরে গেলেন আইএসএফ বিধায়ক নওশাদ

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন যাতে শান্তিতে হয় সেই আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেলেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । বুধবার, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন,”ভাঙড় ১ ব্লকে তৃণমূলের আরাবুল সাহেব ও শওকত সাহেবের নেতৃত্বে যে হামলা চলছে তাতে আইএসএফ মনোনয়ন জমা দিতে পারছে না । পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হচ্ছে । পুলিশ দিয়ে কমিশন শান্তিতে ভোট করবেন । মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের প্রধান, তাই আমি নিজে তাঁর সঙ্গে বিরোধীদের পক্ষ থেকে শুধু আইএসএফ-এর পক্ষ থেকে নয়, এই অশান্তির কথা মুখ্যমন্ত্রীকে জানাতে এসেছিলাম । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবিকা, তাই তাঁর কাছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই অশান্তির অশান্তির কথা জানাতে এসেছিলাম । কিন্তু মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকায় আমাকে সময় দিলেন না । তবে আমি যে এসেছিলাম, কি কারণে এসেছিলাম সেটা তাঁর কাছে পৌঁছবে বলে আমি নিশ্চিত । আমায় বলা হয়েছিল, দেখা করার সময় চেয়ে আবেদন জানিয়ে যেতে, সেটা করে কি হবে ? কাল তো মনোনয়ন পর্ব শেষ হয়ে যাবে । আমি আবার যদি কোনও প্রয়োজন পরে রাজ্যের বিরোধীদের জন্য তখন আসবো ।”
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের পঞ্চম দিনেও ভাঙড়ে অশান্তি অব্যাহত । বুধবার ভাঙড় ১ ব্লকে তৃণমূলের সমর্থকরা উইকেট , বাঁশ, লাঠি হাতে নিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে , “নওশাদ সিদ্দিকীর চামড়া ছাড়িয়ে দেব । আইএসেফ-কে মনোনয়ন জমা দিতে দেব না । আর এই ঘটনা তৃণমূলীরা ঘটাচ্ছে পুলিশের সামনে ১৪৪ ধারা বলবৎ অঞ্চল ভিডিও অফিসার ১ কিলো মিটারের মধ্যে অথচ পুলিশ নীরব । মুখ্যমন্ত্রীকে এই বিষয়গুলিই জানানোর জন্য বুধবার নবান্নে গিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তবে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে কিছুটা হতাশ হয়ে নওশাদ সাংবাদিকদের বলে যান, “আমি এসেছিলাম সমস্ত বিরোধীদের হয়ে পঞ্চায়েত নির্বাচনের আমরা যে সমস্যায় পড়ছি সেটা মুখ্যমন্ত্রীকে জানাতে, তিনি তো পুলিশের প্রধান আর কমিশন পুলিশদের দিয়েই শান্তিতে ভোট করবে, কিন্তু তাঁর গুরুত্বপূর্ণ সময় থেকে আমার জন্য সময় আজ তিনি দিতে পারলেন না, তিনি ব্যস্ত আছেন বলে ।
❤ Support Us