শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
টানা ৩ ম্যাচ পর অবশেষে জয়ে ফিরল এটিকে মোহনবাগান। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ২–১ গোলে হারাল কেরালা ব্লাস্টার্সকে। জোড়া গোল করে দলকে জেতালেন কার্ল ম্যাকহিউ। আর এই জয়ের ফলে একদিকে যেমন লিগ টেবিলে ৩ নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান, তেমনই প্লে অফে খেলাও নিশ্চিত করল। ১৯ ম্যাচে ৩১ পয়েন্টে পৌঁছে গেল জুয়ান ফেরান্দোর দল।
এদিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান। চোট কাটিয়ে প্রথম একাদশে ফেরেন হুগো বোমাস, কার্ল ম্যাকহিউরা। তা সত্ত্বেও প্রথমার্ধে দাপট দেখাতে পারেনি এটিকে মোহনবাগান। ২ মিনিটেই এটিকে মোহনবাগান বক্সে প্রথম আক্রমণ তুলে নিয়ে এসেছিল কেরালা। দিমিত্রিওস ডিয়ামানটাকোসের বাঁপায়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর মিনিট তিনেক পরেই সহজ সুযোগ নষ্ট করেন এটিকে মোহনবাগানের আশিক কুরুনিয়ান। নিশু কুমারের ভুল হেড থেকে বল পেয়ে গিয়েছিলেন কুরুনিয়ান। আগুয়ান কেরালা গোলকিপার প্রভসুখন গিলকে এগিয়ে আসতে দেখে তাঁর মাথার ওপর দিয়ে লব করেছিলেন। কিন্তু বল তিন কাঠিতে রাখতে পারেননি। ১৫ মিনিটে আরও একটা গোলের সুযোগ এসে গিয়েছিল কেরালা ব্লাস্টার্সের সামনে। কিন্তু অ্যাপোস্টোলোসের হেড সরাসরি চলে যায় বিশাল কাইথের হাতে।
গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কেরালাকে। ১৬ মিনিটেই এগিয়ে যায়। অ্যাপোস্টোলোসের পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন ডিয়ামানটাকোসের। যদিও গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কেরালা ব্লাস্টার্স। ২৩ মিনিটে দিমিত্রস পেত্রাতোসের ফ্রি কিক থেকে হেডে গোল করে সমতা ফেরান এটিকে মোহনবাগান ডিফেন্ডার কার্ড ম্যাকহিউ। প্রথমার্ধে কোনও দলই আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে এটিকে মোহনবাগান। ৫২ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের সেন্টারে মনবীরের হেড পোস্টে লেগে না ফিরলে এটিকে মোহনবাগান এগিয়ে যেতে পারত। ৬৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে রাহুল প্রবীন মাঠ ছাড়ায় ১০ জন হয়ে যায় কেরালা ব্লাস্টার্স। সেই সুযোগটাই কাজে লাগায় এটিকে মোহনবাগান। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে কেরালার সীমানায়। ফলও মেলে। ৭১ মিনিটে মনবীর সিংয়ের পাস থেকে জোরালো শটে দলকে এগিয়ে গেন ম্যাকহিউ। ৭৬ মিনিটে পেত্রাতোসের বাঁপায়ের একটা শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি কেরালা ব্লাস্টার্স।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34