Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১০, ২০২৩

জামশেদপুরের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের হার বাঁচালেন বিশাল কাইথ

আরম্ভ ওয়েব ডেস্ক
জামশেদপুরের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের হার বাঁচালেন বিশাল কাইথ

আগের ম্যাচে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি–র কাছে হারতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। লিগ টেবিলে নীচের দিকে থাকা জামশেদপুর এফসি–র বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরতে পারল না জুয়ান ফেরান্দোর দল। জামশেদপুরের সঙ্গে গোলশূন্য ড্র করল এটিকে মোহনবাগান। তিন কাঠির নীচে অপ্রতিরোধ্য হয়ে উঠে দলের নিশ্চিত হার বাঁচালেন গোলকিপার বিশাল কাইথ।
জামশেদপুরের বিরুদ্ধে ভাল শুরু করেছিলেন দিমিত্রি পেত্রাতোসরা। ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল এটিকে মোহনবাগানের সামনে। ফেডেরিক গ্যালেগোর পাস থেকে বক্সের মধ্যে বল পেয়ে গেছিলেন গ্লেন মার্টিন্স। তাঁর ভলি দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান জামশেদপুর এফসি গোলকিপার রেহেনেশ টিপি। ২৮ মিনিটে প্রথম এটিকে মোহনবাগান গোলের সামনে হানা দেয় জামশেদপুর। বরিস সিংহের শট বাঁচিয়ে দেন বিশাল কাইথ।
৩২ মিনিটে আবার এটিকে মোহনবানের সামনে গোল করার সুযোগ এসেছিল। দিমিত্রি পেত্রাতোসের ফ্রি কিক আংশিক প্রতিহত করেন রেহেনেশ। বল যায় আসিস রায়ের কাছে। তাঁর শট আবার ঝাঁপিয়ে বাঁচান রেহেনেশ। তবে ম্যাচের প্রথমার্ধে সবথেকে সহজতম সুযোগ পেয়েছিল জামশেদপুর এফসি। ৬ গজ বক্সের মধ্যে থেকে বল বাইরে মারেন বরিস সিং। প্রথমার্ধে মোহনবাগানের আধিপত্য থাকলেও সহজতম সুযোগটা এসেছিল জামশেদপুরের এফসি–র সামনেই।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য জামশেদপুর এফসি–র দাপট ছিল। তবে গোলমুখ খুলতে পারছিল না। ৮০ মিনিটের পর থেকে আক্রমণ প্রতিআক্রমণে ম্যাচ দারুণ জমে ওঠে। ৮১ মিনিটে গোলের সুযোগ এসে গিয়েছিল জামশেদপুর এফসি–র সামনে। বরিস সিংয়ের শট জটলার মধ্যে এটিকে মোহনবাগানের এক ডিফেন্ডারের পায়ে লেগে গোলে ঢোকার মুখে বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচান বিশাল কাইথ। দ্রুত প্রতি আক্রমণে উঠে এসে জামশেদপুর এফসি–র গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন লিস্টন কোলাসো। রেহেনেশ কর্ণারের বিনিময়ে বাঁচান। পেত্রাতোস দ্রুত কর্ণার নেন। ফেডেরিক গ্যালেগোর হেড বাইরে চলে যায়।
শেষ দিকে খেলা দারুণ জমে ওঠে। ৮৬ মিনিটে জয় থমাসের শট ডানদিকে উড়ে গিয়ে বাঁচান সবুজ–মেরুণ গোলকিপার। ৮৯ মিনিটে আবার দলের  নিশ্চিত পতন রোধ করেন বিশাল কাইথ। জয় থমাসের পাস থেকে বল পেয়েছিলেন ড্যানিয়েল চুকু। সামনে শুধু এটিকে মোহনবাগান গোলকিপার। চুকুর শট বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচান বিশাল কাইথ। একই সঙ্গে দলকে ১ পয়েন্ট এনে দেন।  ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট পেয়ে ৪ নম্বরে থাকল জুয়ান ফেরান্দোর দল।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!